চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের এক ম্যাচে দুই বারের চ্যাম্পিয়ন, অন্যতম আয়োজক ܫওয়েস্ট ইন্ডিজ ১৩৪ রানের বিশাল ব্যবধানে উগান্ডাকে পরাজিত করেছে।
প্রভিডেন্স স্টেডিয়ামে রোববার সকালের এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেটে ১৭৩ রানের জবাবে উগান্ডা ৩৯ রানে অলআউট হয়। ওয়েস্ট ইন্ডিজের আ🐻কিল হোসেন মাত্র ১১ রানে ৫ উইকেট নিয়ে উগান্ডার ইনিংসে ধস নামান ম্যাচসেরাও হন আকিল।
ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে জনসন চার্লস 🎶৪৪ ও আন্দ্রে রাসেল অপরাজিত ৩০ রানඣ করেন।
উগান্ডার ব্রায়ান মাসাবা ২টি উইকেট লাভ করেন।
উগান্ডার ইনিংসে জুমা মিয়াগি সর্বোচ্চ ১৩ রান করেন। আর কেউই ꦕডাবল ফিগারে পৌꦇছতে পারেন নি।
ওয়েস্ট ইন্ডিজের আকিল ছাড়াও জোসেফ ২টি ꦇ⛎উইকেট পান।
ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ম্যাচে ৫ উইকেটে পাপুয়া নিউগিনিকে পরাজিত করে। আর উগান্ডা প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে গেলেও ꦏদ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩ উইকেটে হারিয়ে দেয়।