• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আয়ারল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক জয় কানাডার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৮, ২০২৪, ১২:১৬ এএম
আয়ারল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক জয় কানাডার
আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডার খেলোয়াড়দের উইকেট লাভ উদযাপন। ছবি : সংগৃহীত

কানাডা ও আয়ারল্যা♉ন্ড উভয় দলই নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়। ফলে প্রথম জয়ের আশায় নিউইয়র্ক নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ‍‍‘এ‍‍’ গ্রুপের এক ম্যাচে মুখোমুখি হয় দল দুটি। লড়াইয়ে শেষ পর্যন্ত ১২ রানে জয়লাভ করে কানাডা। 

এটা কানাডার ঐতিহাসিক প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ জয়। শুক্রবার রাতের এ ম্যাচে কানাডার ৭ উইকেটে ১৩৭ রানে꧙র জবাবে আয়ারল্যান𓆉্ড ৭ উইকেটে ১২৫ রান করে। 

ম্যাচে কানা✃ডার নিকোলাস কার্টন ৪৯, শ্রেয়াস মোভা ৩৭ রান করেন। 

আয়ারল্যান্ডের ক্রাইগ ইয়ং ও ম্যাককার্থি ꦛ২টি করে উইকেট পান। 

আয়ারল্যান্ডের ইনিংসে মার্ক আলদাইর ৩৪ ও ডকরেল ৩০♛ রান করেন। 

কানাডার গর্ডন ও হেলিংগার ২টিꩵ করে উইকেট লাভ করেন। 

বিজয়ীব দলের কার্টন ম্যাচসেরা হন। 

Link copied!