ব্রিটিশ নারী পোল ভল্টার মলি কাউডারি অলিম্পিকে এই ইভেন্টে তার দেশের ৪০ বছরের স্বর্ণপদক না জেতার খরা দূর করতে সক্ষম হবেন বলে ধারণা♑ করা হচ্ছে।
২৪ বছর বয়সী কাউডারি চলতি বছরের প্🔯যারিস অলিম্💃পিকে পোল ভল্টে সবচেয়ে ফেভারিট।
১৯৮০ সালে শেষবারের মতো অলি༒ম্পিকে এই ইভেন্ট꧃ে স্বর্ণপদক জিতেছিল ব্রিটেন।
বিটিশ নারী তারকা হলি ব্র্যাডশ তিন বছর আগে টোকিওতে পোল ভল্টে ব্রোঞ্জপদক জ✱িতেছিলেন। তার সতীর্থ মলি কাউডারি এখন স্বর্ণপদকের ভালো প্রতিযোগী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার সাম্প্রতিক পারফরম্যান্সই সে𝓰 কথার প্রমাণ দেয়।
বিশ্ব ইনডোর চ্যাম্পিয়ন কাউডারি শনিবার সকালে রোমে সামান্য নৈপূণ্য দেখিয়েই পোল ভল্টের ফাইনালে উঠে যান। সোমবার ফাইনাল অনুষ💖্ঠিত হবে।
♋হলি ব্র্যাডশ নিজেও আশা করে বলেছেন, ‘মলি কাউডারি অলিম্পিকে স্বর্ণপদক জিতবেন। তার অনুশীলন বেশ ভালো হচ্ছে। অলিম্পিকের আগে, বিভিন্ন আসরেও সে ভালো করছে। তাই তাকে নিয়ে ব্রিটেন বড় আশা করতেই পারে।’
গ্লাসগোতে বিশ্🍃ব ইনডোরের শিরোপা জেতার পর থেকে কাউডারি নিউজিল্যান্ডে ছয় সপ্তাহের প্রশিক্ষণ নিয়েছেন। এখন একের পর এক আসরে দাপট দেখাচ্ছেন। কোন প্রকার ইনজুরিতে না পড়লে, তার অলিম্পিক স্বর্ণপদক লাভ করা কঠিন হবে না।