• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‍‍`বর্ণবাদবিরোধী‍‍` ম্যাচে রাতে নামছে ব্রাজিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ০৬:৪৮ পিএম
‍‍`বর্ণবাদবিরোধী‍‍` ম্যাচে রাতে নামছে ব্রাজিল

স্পেনে ১০ বারের মতো বর্ণবাদের শিকার হয়েছিলেন রিয়াল মাদ্রিদে খেলা ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। দেশটির লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার সময় বানর বলেন ক্লাবটির সর্ম্থকরা। তবে শুধু বানর বলেই থেমে থাকেনি তারা রিয়াল তারকার মৃত্যু কামনাও ক🐭রেন ভ্যালেন্সিয়ার সমর্থকরা। কষ্টে মাঠে কেঁদে ফেলেন ভিনি। এজন্য বর্ণবাদের প্রতিবাদে আফ্রিকান দুইটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

শনিবার 🏅(১৭ জুন) বাংলাদেশ সময় রাত দেড়টায় গিনির বিপক্ষে মাঠে নামꦅবে ভিনির ব্রাজিল।

মাঠে সমর্থকদের এমন আচরণ༺ে বর্ণবাদের বিপক্ষে ভিনিকে সমর্থন জানিয়েছিলেন ফুটবল বিশ্বের তারকা ও সমর্থকরা। খোদ দেশটির প্রেসিডেন্ট পর্যন্ত বর্ণবাদের বিপক্ষে কথা বলেছেন। এই কারণে ব্রাজিল দল বর্ণবাদবিরোধী দুইটি ম্যাജচের আয়োজন করেছে। বর্ণবাদের শিকার হওয়া স্পেনের বার্সেলোনাতেই গিনির বিপক্ষে রাতে মাঠে নামবে সেলেসাওরা।

বর্ণবাদের বিপক্ষে কঠোর হুশিয়ারি দেয় ব্রাজিল ফুটবꦦল ফেডারেশন (সিবিএফ)। বর্ণবাদের প্রতিবাদে এই ম্যাচে প্রথমবারের মতো কালো জার্সি পরে মাঠে নামবে ব্রাজিলিয়ানরা। পরের ম্যাচেও সেনেগালের বিপক্ষে ক⛄ালো জার্সি পরেই খেলবে ভিনিরা।

আগামী ২০ জুন পর্তুগালের লিসবনে সেনেগালের বিপক্ষে ꦿখেলবে ব্রাজিল দল।

Link copied!