• ঢাকা
  • সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিশ্বকাপের শেষ আট থেকেই ব্রাজিলের বিদায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০১:২৬ পিএম
বিশ্বকাপের শেষ আট থেকেই ব্রাজিলের বিদায়
উত্তর কোরিয়ার উচ্ছ্বাস, ব্রাজিলের হতাশা। ছবি: সংগৃহীত

নারী অনূর্๊ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। রোববার রাতের শেষ আটের লড়াইয়ে উত্তর কেরিয়ার কাছে ০-১ গোলে হেরেছে ব্রাজ𒁃িল। ম্যাচের প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য ড্র।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জয়সূচক গোলটি করে কোরিয়া দল। ম্যা♛চের ৪৯ মিনিটের সময় চু ইন ইয়ং চমৎকার শটে গোলটি করেন। 

ব্রা🐈জিলের আগে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। সাবেক চ্যাম্পিয়ন কোরিয়া ফেভারিট ছিল ব্রাজিলের বিপক্ষে। খেলার ফলাফলও হয়েছে তেমনটাই।&nb🅘sp;

এদিকে, নেদারল্যান্ডস টাইব্রেকারে ৩-১ গোলে স্বাগতিক কলম্বিয়াকে হারিয়ে শেষ চারে উঠেছে। ৯০ মিনিটের খেলা ২-২ গোলে ড্র ܫহওয়ার পর টাইব্রেকারের ব্যবস্থা করা হয়। 

জাপান ১-𝕴০ গোল🍬ে স্পেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। 

আর যুক্তরাষ্ট্র ৩-০ গোলে টাইব্রেকারে জার্মানিকে পরাজ🐼িত করে সেমিফাইনালে উঠেছে। এই ম্যাচ নির্ধারিত সময়ে ২-♔২ গোলে ড্র থাকে।

Link copied!