• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শরীয়তপুর-নড়িয়া প্রধান সড়কে ধস, যানচলাচল বন্ধ


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০৫:৩৫ পিএম
শরীয়তপুর-নড়িয়া প্রধান সড়কে ধস, যানচলাচল বন্ধ

শরীয়তপুর-নড়িয়া প্রধান সড়কের প্রেমতলা এলাকায় একটি অংশ টানা ত💃িন দিন ভারী বর্ষণে ধসে পড়েছে। এতে সড়কটি দিয়✱ে যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) 𓃲দুপুরের পর থেকে সড়কটি বন্ধ করে দেয় জেলার সড়ক ও জনপদ বিভাগ। যার কারণে সড়কটি ব্যবহা🎐রকারী ছোট যানবাহনগুলো বিকল্প রুটে চলাচল করছে।

স্থানীয় ও জেলা সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, শরীয়তপুর-নড়িয়া সড়কের প্রেমতলা এলাকায় দুপাশের পানি সরানোর জন্য একটি পাইপ কালভার্ট বসানো ছিল। গত তিন দিনের টানা বৃষ্টিতে পাইপ কালভার্টটি ভেঙে গিয়ে সড়কে বড় গর্তের সৃষ্টি হয়। পরবর্তীতে দুর্ঘটনা এড়াতে সড়কটি যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। 🐭এছাড়া পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা না থাকায় এলাকাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

এ ব্যাপারে জেলা সড়ক ও জনপদ বিভাগের উপপ্রকৌশলী আসাদুজ্জামান বলেন, “তিন দিনের টানা বৃষ্টিতে সড়কের নিচে আগের বসানো পাইপ কালভার্টটি ভেঙে গিয়েছে। পরে দুর্ঘটনায় এড়াতে যানচলাচল বন্ধ রাখা হয়। একট🌸ি বেইলি নির্মাণে কাজ করা হচ্ছে। আগামীকালের (১৭ সেপ্টেম্বর) মধ্যඣে সড়কটি দিয়ে যানচলাচল স্বাভাবিক হবে।”

Link copied!