অবৈধভাবে ভারতে যাওয়꧋ার পথে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুসহ চারজনকে আটক করা হয়। এরপর তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করেছে ধোবাউড়া থানা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ধোবাউড়া সীমান্তবর্তী মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়ার মাঝামাঝি এলাকা থেকে একটি প্রাইভেট কারসহ তাদের আটক করে এ♉লাকাবাসী। পরে তারা থানায় খবর দেয়।
বাকি দুইজন হ⛦লেন, একাত্ত🍎র টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেট কারচালক সেলিম।
গণমাধ্যমকে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া জানান, সোমবার বিকেল ৩টার দিকে আটক চারজনকে ডিএমপি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা🍷 ঢাকার উদ্দেশে𒊎 চলে গেছেন।
জব্দ করা প্রাইভেট কারটি ধোবাউড়া থানাꦆয় রয়েছে বলেও জানা꧂ন পুলিশের এই কর্মকর্তা।
এর আগে একজন ডেপুটি কমিশনারে🥃র নেতৃত্বে ডিএমপির ১৬ সদস্যের দল আজ দুপুরে ধোবাউড়া থানায় যান।
ডিএমপির বিভিন্ন ▨থানায় শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর নামে মামলা রয়েছে।