• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দ্বিতীয় ঘটনা, মাসসেরা পুরুষ-নারী ক্রিকেটার একই দেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০৫:০১ পিএম
দ্বিতীয় ঘটনা, মাসসেরা পুরুষ-নারী ক্রিকেটার একই দেশের
দুনিথ ওয়েলালাগে ও হার্শিথা সামারাউইক্রামা। ছবি : সংগৃহীত

দারুণ ঘটনা, দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরা পুরুষ ও নারী খেলোয়াড় হয়েছেন একই দেশের। অলরাউন্ড নৈপুণ্যে দলের প্রায় ২৭ বছরের অপেক্ষা ঘোচানোর পর বড় স্বীকৃতি পেলেন শ্রীলঙ্কার  📖দুনিথ ওয়েলালাগে। ভারত সিরিজের এই নায়ক হলেন মাসসেরা পুরুষ খেলোয়াড়। আর নারী বিভাগের সেরা হলেন একই দেশের হার্শিথা🐻 সামারাউইক্রামা।

সোমবার আগস্টের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করে আইসিসি। সেরার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজ ও ওয়েস🅷্ট ইন্ডিজের জেডেন সিলসকে পেছনে ফেলেন ওয়েলালাগে। আ𝔉র সামারাউইক্রামা হারান আয়ারল্যান্ডের প্রেন্ডারগাস্ট ও গ্যাবি লুইসকে।

প্রথমবার, চলতি ব🍎ছরের জুনে ভারতের জা﷽সপ্রিত বুমরাহ ও স্মৃতি মান্ধানা পান দুই বিভাগেরই পুরস্কার।

গত মাষে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২-০তে ওয়ানডে সিরিজ জেতে শ্রীলঙ্কা। ১৯৯৭ সালের পর প্রথমবার ভারতের ব🐼িপক্ষে তাদের সিরিজ জয়ের কীর্তি এটি। তিন ম্যাচে ১০৮ রান ও  ৭ উইকেট নিয়ে সিরিজসের𒆙া নির্বাচিত হন ওয়েলালাগে।

পুরুষদের ক্রিকেটে আইসিসির মাস সেরারꦺ পুরস্কার জেতা শ্রীলঙ্কার পঞ্চম ক্রিকেটার ওয়েলালাগে। আগের চার জন- অ্যাঞ্জেলো ম্যাথিউস (মে, ২০২২), প্রাবাথ জায়াসুরিয়া (জুলাই, ২০২২), ওয়ানিন্দু হাসারাঙ্গা (জুন, ২০২৩) ও কামিন্দু মেন্ডিস (মার্চ, ২০২৪)।

একই মাসে আয়ারল্যান্ড সফরে দুর্দান্ত ব্যা๊টিংয়ে করেন নারী তারকা স♔ামারাউইক্রামা। সাদা বলের দুই সংস্করণেই হাসে তার ব্যাট। দুই টি-টোয়েন্টিতে ১৫১ রান করেন তিনি ১৬৯.৬৬ স্ট্রাইক রেটে; প্রথম ম্যাচে ৪৫ বলে অপরাজিত ৮৬ ও দ্বিতীয়টিতে খেলেন ৬৫ রানের ইনিংস।

পরে তিন ম্যাচের ওয়ানডের𓆏 সিরিজে ৮২.৬৯ স্ট্রাইক রেটে ১৭২ রান করেন সামারাউইক্রামা। সিরিজের দ্বিতীয় ম্য🌜াচে ১০৫ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার। এই সংস্করণে সেঞ্চুরি করা তৃতীয় লঙ্কান ব্যাটার তিনি।

সামারাউইক্রামার আগে মাস সেরার স্বীকৃতি পাওয়া শ্রীলঙ্কার একমাত্💛র নারী ক্রিকেটার চামারি আতাপাত্তু। এই লঙ্কান কিংবদন্তি তিনবার জেতেন এই পুরস্কার, তা ছিল ২০২৩ সালের সেপ্টেম্বর এবং চলতি বছরের মে ও জুলাই মাসে।

Link copied!