বছরের তৃতীয় গ্রান্ড স্লাম টেনিস আসর উইম্বলডনে শনিবার রাতে বড় ধরনের এক অঘটন ঘটলো চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বিশ্বের এক✨ নম্বর ও শীর্ষ বাছাই ইগা সুয়াতেক।
বিশ্বের ꦬ৩৫ নম্বর নারী খেলোয়াড় ইয়োলা পুতিনসোভা দারুণ খেলে ৪-৬, ৬-১ ও ৬-২ সেটে পোল্যান্ডের সুয়াতেককে পরাজিত করেছেন। গত ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠার পর পুতিনসোভার বড় সাফল্য 🗹এবার শেষ ষোলো রাউন্ডে উঠা।
ম্যাচশেষে পুতিনসোভা বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। আমি চেষ্টা করেছি, দ্রু🐟ত সব কিছু করা। তাকে কোন সুযোগ না দেওয়া। সেটাই হয়েছে।’
এর আগে পুতিনসো𒁃ভার বিপক্ষে চার বার মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছিলেন সুয়াতেক। পঞ্🎉চম বারে হেরে গেলেন।