দেড় মাসের ক্রিকেট যজ্ঞ প্রায় শেষের দিকে। রাউন্ড রবিন লিগের খেলা শেষে এখন বিশ্বকাপের বাকি নক আউট পর্ব। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৪৮ ম্যাচ মাঠে গড়াবে এরই মধ্যে ꧙৪৫টি খেলা শেষ। বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গড়াবে এবারের আসরের প্রথম সেমিফাইনাল। ফাইনাল নিশ্চিতে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ম্যাচটি দর্শকাসনে বসে রোহিত শর্মা, কেন উইলিয়ামসনদ🔥ের খেলা দেখবেন ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম।
ভারতীয় সংবাদমাধ্যম `ইন্ডি෴য়া টুডে` জানিয়েছে, ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে তিন দিনের সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক বেকহ্যাম। সফরের অংশ হিসেবে ওয়াংখেড়েতে খেলা দেখতে যাবেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। যেখানে তার সঙ্গে বসে খেলা দেখবেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারও।
চলতি বিশ্বক🎶াপের মাঝপথে ওয়াংখেড়েতে উন্মোচিত হয়েছে শচীনের ভাস্কর্য। নিজের ঘরের মাঠে এবারের সেমিফাইনালের সময় দলকে উৎসাহ দিতে গ্যালারিতে থাকবেন লিটন মাস্টারও। আই💙সিসি ও ইউনিসেফের উদ্যোগে `ক্রিকেট ফর গুড` কার্যক্রমের অংশ হিসেবে ম্যাচটি উপভোগ করবেন বেকহাম। ম্যাচের ইনিংস বিরতিতে শিশুদের সঙ্গেও সময় কাটাতে দেখা যাবে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির মালিককে।