উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে গেল বুধবার রাতে বার্সেলোনার কাছে ৪-১ গোলে হেরেছিল বায়ার্ন মিউনিখ। এক হালি গোল খাওয়ার কষ্ট এখনো তাড়িয়ে বেড়াচ্ছে🍬 জার্মান ಞক্লাবটিকে। স্পেনের লা লিগার ক্লাবের কাছে হারের সেই ক্ষত মুছতে এবার বুন্দেসলিগায় তুলনামূলক দূর্বল প্রতিপক্ষ বোকামকে ৫-০ গোলে হারিয়েছে বায়ার্ন। পাঁচজনের পাঁচ গোলে জিতলো বায়ার্ন।
রোববার রাতে দুর্দান্ত জয়ে বুন্দেসলিগার টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। ৮ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ২০। সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানের কারণে দুইয়ে আছে আরবি লাইপজ꧅িগ।
বড় জয়ে কিছুটা স্বস্তি অনুভব করছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। এর আগে অ্যাস্টন ভিলা ও বার্সার কাছে হারের কারণে চাপের মুখে পড়েছিলেন বেলজি🐻য়ান এই কোচ।
কোম্পানির অধীনে বুন্দেসলিগায় প্রথমജ ৮ ম্যাচে ২৯ গোল করলো বায়ার্ন। বুন্দেসলিগার ইতিহাসে এর আগে মৌসুমের প্রথ💃ম ৮ ম্যাচে এত বেশি গোল পাননি কোনো কোচ।
বোকামের বিপক্ষে বায়ার্নের হয়ে গোল করেন ৫ জন। তারা হলেন- মাইকেল ওলিসি (১৯ মিনিটে), জামাল মুসিয়ালা (২৬ মিনিটে), ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন (৫৭ মিনিটে), লেরয় সানে (৬৫ মিনিটে) ও কিংসলে কোম💖্যান (৭১ মিনিটে)।