২৯ সেপ্টেম্বর লা লিগায় ওসাসুনার কাছে পরাজিত হয়েছিল দলটি। সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪২ দিন এবং টানা ৭ জয়ജের পর ফের হার দেখতে ♌হলো স্পেনের তারকাসমৃদ্ধ দল বার্সেলোনার।
লা লিগার এক ম্যাচে বার্সাকে ১-০ গো⭕লে হারিয়ে দেয় রিয়াল সোসাইদাদ। এই ম্যাচে বার্সার ইয়ামাল খেলতে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগের এক খেলায় রেড স্টার বেলগ্রেডের সঙ্গে ম্যাচের সময় চোট পান ইয়ামাল।
ম্যাচের ৩৩ মিনিটের সময় সোসাইদাদের একমাত্র গোলটি করেন বিকার। অবশ্য ম্যাচের ১৩ মিনিটের মাথায় পোল্যান্ডের রবার্ট লেওয়ানদভস্কি একটি গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তা না হলে হয়তো বার্সাকে হারতে হতো না।&nbsꦅp🌠;
এটা লিগে তাদের দ্বিতীয় পরাজয়। ১৩ ম্যাচে বার্সা ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আর রিয়াল মাদ্রিদ ১২ ম্যাচ✨ে ২৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আছে। রিয়াল তাদের ১৩তম ম্যাচে জয় পেলে বার্সার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান আরও কমে যাবে।