চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষ🐻ে আরেকটি এল-ক্লাসিকো জিতে নিয়েছে স্পেনের বার্সেলোন💙া ক্লাব। নিউজার্সিতে শনিবার রাতের এ ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে মেসির সাবেক ক্লাবটি।
ম্যাচে বার্সার পক্ষে দুটি গোলই করেন পাউ ভিক্টর। আর রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন নিকো পাজ।&🌌nbsp;
এর আগে যুক্তরাষ🌸্ট্র সফরে প্রথম ম্যাচে বার্সেলোনা ২-২ গোলে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ড্র করার পর টাইব্রেকারে ৪-১ গোলে জয়লাভ করে।
রিয়ালের হয়ে সদ্য যোগদানকারী ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়💯ান এমবাপে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে অংশগ্রহণ কর♏েননি।