সাফ চ্যাম্পিয়নশিপের `বি` গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল (বুধবার) ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ। কারণ, এই ম্যাচের ওপর নির্ভর করছে লাল-সবুজ জার্সীধারীদের সেমিফাই꧑নাল ভাগ্য।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অস্বস্তিতে বাংলাদেশ দল। দলের তারকা ডিফেন্ডার তারিক কাজীর ভুটানের বিপক্ষে মাঠে নামা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। গত ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলার সময় চোট পান তিনি। সেই চোটের কারণে আজও অনুশীলন করতে পারেꦡনি এই ♔ডিফেন্ডার।
মালদ্বীপের বিপক্ষে গোল করার পর পুরো ম্যাচ খেলতে পা𓂃রেনি তারিಞক কাজী। ম্যাচের ৮৩ মিনিটের ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়েন ফিনল্যান্ড প্রবাসী এই ডিফেন্ডার।
আগামীকাল (২৮ জুন) ভুটানের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ার দল। বাংলাদেশ সময় 𒀰রাত ৮টার সময় খেলতে নামবে কোচ হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।