এখন পর্যন্ত চারবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। যেখানে সর্বশেষ তিন বিশ্বকাপেই জয়ের স্ব📖াদ পায়নি টাইগ্রেসরা। সব মিলিয়ে ১৭ ম্যাচে জয়ের সংখ্যা মাত্র দুই। রোববার (১২ ফেব্রুয়ারি) আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে জ্যোতি-সালমারা।
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ꦰম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২০১৪ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেই শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে হারিয়েছিল টাইগ্রেসরা। সেই শ্রীলঙ্কার বিপক্ষে এবারের বিশ্বকাপ শুরু করার আগে নিজেদের স্বপ্নের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
প্রথম ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে জ্যোতি 🍸বলেন, “আমরা ৪টি বিশ্বকাপ খেলেছি। কিন্তু ২০১৪ সালের পর আর জয় পাইনি। তাই আমরা (দীর্ঘ অপেক্ষার পর) প্রথম জয়ের আশা করছি। পরে মোমেন্টাম ধরে রেখে সামনে এগোতে চাই। অবশ্যই আমরা ভালো খেলতে চাই। আমরা বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলতে এসেছি এখানে।”
বিশ্বকাপকে নিজেদের সামর্থ্য দেখানোর বড় মঞ্চ বলে মনে করছেন জ্যোতি। শুধু অংশ𝓰্রগ্রহণে সীমাবদ্ধ না থেকে লড়তে চান 🌱বলে জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক।
“আমরা বাছাইপর্ব পেরিয়ে এখানে এসেছি। তাই এই মঞ্চের মূল্য আমরা জানি। সামনের দিকে তাকিয়ে আছি আমরা। নিজেদের সামর্থ্য দেখানোর জন্য বড় সুযোগ❀ এটি। আমাদের সামর্থ্য আছে বড় দলগুলির সঙ্গে লড়াই করার। আমরা যে এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি, লড়তে এসেছি তা দেখানোর সুযোগ🍰টি নিতে চাই” যোগ করেন নিগার সুলতানা জ্যোতি।