সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে আজ (রোববার) মালদ্বীপের বিপক্ষে পয়েন্ট পেতেই হতো বাংলাদেশকে। পয়েন্ট হারালে বিদায় একপ্রকার নিশ্চিত হয়ে ছিল। বাংলাদেশ সময় বিকেল ৪টায় দুদল মুখোমুখি হয়েছে বাংলাদেশ-মালদ্বীপ। ম্যাচে দাপট দেখিয়ে ৩-১ 🙈গোলে জয় তুলে নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
বাংলাদেশ দল দুই পরি꧂বর্তন নিয়ে মাঠে নেমেছে। সুমন রেজার পরিবর্তে প্রথম একাদশে ঢুকে পড়েছেন রাকিব হোসেন। সেই র𓃲াকিবের গোলেই সমতায় আসে লাল-সবুজের দল।
ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। হাসান হাইসাম✱ের ෴পাস এক সতীর্থের পা ঘুরে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন হামজা।
তবে বাংলাদেশ বিরতিতে যাওয়ার আগে আগে সমতায় ফেরে। ম্যাচের ৪২ মিনিটে সমতায় ফেরে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। বি❀শ্বনাথের থ্রো এর পর সোহেল রানার ক্রসে হেড করেন তপু। তার হেড পাস থ𒈔েকে জালের দেখা পান রাকিব।
দ্বিতীয়🌠ার্ধে ৬৭ মিনিটে দলকে ২-১ গোলে এগিয়ে দিয়েছেন তারিক কাজী। ম্যাচের ৯০ মিনিটে শেখ মোরসালিনের গোলে ৩-১ গোলের বড় ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
ম্যাচের অতিরিক্ত সময়ে বাংলাদেশ রক্ষণাত্মক খেললেও 🍷মালদ্বীপ আক্রমণ করার জোর চেষ্টা চালায়। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ বড় লিড রেখেই জয় পায়।
এই ম্যা💮চে জয়ের মাধ্যমে দ্বিতীয় পর্বের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে হারাতে পারলেই নিশ্চিত হবে পরের রাউন্ড।