অনূর্ধ্ব-২১ নারী এএﷺইচএফ কাপে নিজেদের পঞ্চম ম্যাচে ইন্দোনেশিয়াকে ১০-১ গোলে হারিয়ে প্রথমবারের জুনিয়র এশিয়া𒁃 কাপ হকির মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।
রোববার স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ম🅘্যাচটি ছিল রানার্সআপ হওয🃏়ার। ৬-১ গোলে সিঙ্গাপুরকে হারিয়ে ৭ দেশের মধ্যে রানার্সআপ হয়ে শেষ লক্ষ্য পূরণ করেই দেশে ফিরছে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।
সপ্তম মღিনিটে সানজিদা মনি ও কনা আক্তার গোল করলে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ২১ মিনিটে আইরিন রিয়া, ২৫🐼 মিনিটে নাদিয়া ইমার গোল বাংলাদেশকে প্রথমার্ধে এগিয়ে রাখে ৪-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৩ মিনিটের মধ্যে নাদিয়া ইমার আবার গোল। ৩৯ 🌌মিনিটে সোনিয়া খাতুন করেন দ🦂লের ষষ্ঠ গোল। ৪৫ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান ৬-১ করে সিঙ্গাপুর।
৫৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক অর্পিতা পা🧸ল গোল করে ব্যবধান ৭-১ করেন।
এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকির মেয়𓆏েদের বিভাগে ৭ দলের মধ্যে শীর্ষ ৫টি খেলবে জুনিয়র এশিয়া কাপে। ১৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ হয়েছে রানার্সআপ। চ্যাম্পিয🍒়ন হয়েছে চাইনিজ তাইপে, যে দলটির কাছে বাংলাদেশ একমাত্র ম্যাচটি হেরেছে।
বাংলা🐭দেশের মেয়েরা প্রথম এএইচএফ কাপ খেলেছিল ২০১৯ সালে। প্রথমবার শুধু শ্রীলঙ্কার বিপক্ষে জিতে ৬ দেশের মধ্যে পঞ্চম হয়েছিল।
এবার দ্বিতীয় আসরের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে হংকংকে ২-১ ও তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-২ গোলে হারিয়ে চতুর্থ ম্যাচে চাইনিজ তাইপের কা♏ছে হেরে যায় ০-৩ গোলে। পঞ্চম ম্যাচে🌳 ইন্দোনেশিয়াকে ১০-১ গোলে এবং রোববার শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারালো বাংলাদেশ।