• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অ্যাশেজ জয়ে কোনো দ্বিধা নেই : স্টোকস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৩, ০৮:১৬ পিএম
অ্যাশেজ জয়ে কোনো দ্বিধা নেই : স্টোকস

প্রথম দুই টেস্ট অস্ট্রেলিয়ার কাছে হেরে অ্যাশেজে ২-০ ব্যবধানে পিছি🍒য়ে থেকে হেডিংলিতে তৃতীয় টেস্ট খেলতে নেমেছিল স্বাগতিক ইংল্যান্ড। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হেডিংলিতে জয় ছাড়া বিকল্প ছিল না ইংলিশদের সামনে। ব্যাটার-বোলারদের দুღর্দান্ত নৈপুণ্যে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয় ইংল্যান্ড। এতে সিরিজের ব্যবধান ২-১ কমিয়ে আনে বেন স্টোকসের দল।

এদিকে, অ্যাশেজ জিততে হলে সিরিজের বাকী দুই টেস্টে জিততেই হবে ꦰইংল্যান্ডকে। অন্যদিকে আর বাকী দুটির মধ্যে একটি💟তে জিতলেই ২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জয়ের স্বাদ পাবে অজিরা।

এ অবস্থাতেও ইংল্যান্ডের সিরিজ জয়ে কোন ‘দ্বিধা’ নেই বলে জানান ইংল্যান্ডের অধিনায়♛ক স্টোকস। হেডিংলি টেস্ট জয়ের পর স্টোকস বলেন, “আবার একটা রুদ্ধশ্বাস ম্যাচ খেললাম। আমরা জিততে পেরেছি এবং আশাটা বাঁচিয়ে রাখতে পেরেছি।”

তিনি আরও বলেন, “সিরিজের প্💧রেক্ষাপটে এটা অবশ্যই বড় কিছু। আমরা জানতাম, অ্যাশেজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে। এটা দারুণ জয়। প্রথম দুই ম্যাচে যদি তাকান, যতটা ক⛄াছাকাছি ছিল ম্যাচ এবার শেষ পর্যন্ত জয় পাওয়াটা মানসিকভাবে সহায়তা করবে যে, আরেকটি ম্যাচে কাছাকাছি গিয়ে আমরা শেষ পর্যন্ত কাজটা সম্পন্ন করতে পেরেছি।”

Link copied!