২০১৮ সালে বসুন্ধরা কিংসের দায়িত্ব নেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। দায়িত্ব নেয়ার পর তার অধীনে বসুন্ধরা কিংস টানা চারবার জিতেছে বাংলাদেশ প্রিমিয়িার লিগ। তার হাত ধরে শিরোপা জিতেছে ফেডারেশন ও স্বাধীনতা কাপেরও। সামনে হাতছানি আন্তর্জাতিক সাফল্যের। অল্প সময়ে দুই হাত ভরে সাফল্য এন দ💫েয়া স্প্যানিশ এই মাস্টার𓆏 মাইন্ডকে আরোও এক মৌসুম দেখা যাবে কিংসদের ডাগআউটে।
আগামী অগাস্টে নতুন মিশনে নামবে কিংস। বাংলাꦏদেশের প্রথম ক্লাব হিসেবে তারা খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাইয়ে ওঠার প্লে-অফে। এ উপলক্ষে সোমবার প্রস্তুতি শুরু করবে দলটি। দুপুরেই নিজের ফেইসবুকে চুক্তি নবায়নে সম্মত হওয়ার কথা জানান ব্রুসন। তিনি বলেন,” পাঁচ মৌসুম নিয়মিত সাফল্য পাওয়ার প🐟র আনন্দের সঙ্গে জানাতে চাই, আরও এক মৌসুমের জন্য বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি করতে রাজি হয়েছি আমি। ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক ফলসহ ধারাবাহিকভাবে এগিয়ে চলাটা কিংসকে এশিয়ার সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ২০২৩-২৪ মৌসুমে খেলা সুযোগ এনে দিয়েছে, যেটা বাংলাদেশের ফুটবলকে বড় স্বপ্ন দেখার পথ করে দেবে।“
চুক্তি নবায়ন করা ব্রুজন ধন্যবাদ জানাতে ভুলꦫে নি তার কোচিং প্যানেলকে। তিনি বলেন, “এই কৃতিত্বের জন্য আমি কোচিং প্যানেলকে পুরো কৃতিত্ব দিতে চাই। ক্লাবের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে নিজেদের সামর্থ্যের প্রতি আস্থা ও বিশ্বাস আছে আম🅘াদের। এখানে যে সম্পর্ক তৈরি করেছি, সেটাকে আমি গুরুত্ব দেই; ক্লাবকে আরও উঁচুতে নেওয়া এবং সাফল্য ভাগাভাগি করতে উন্মুখ হয়ে আছি। ”
মাঠের খেলার প্রাণ দর্শক। বসুন্ধরার প্রতিটি ম্যাচেই গ্যালারি ভ💦র্তি দর্শক সমর্থন দিয়েছে ক্লাবকে। ঢাকা কিংবা ঢাকার বাইরে কিংসের প্রতি ম্যাচেই ছিল গ্যালারি ভর্তি দর্শক। ক্লাবের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি অস্💝কার। তিনি জানান,” সবসময় পাশে থাকা এবং আমাদের উপর আস্থা রাখার জন্য সমর্থকদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের উষ্ণ সমর্থন, খেলাটির প্রতি আবেগ এবং আমাদের সামর্থ্যের প্রতি আস্থা রাখার জন্য আবারও ধন্যবাদ। ’
২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব পালন বাদে পুরোটা সময় ছিলে𒁏ন কিংসের ডাগআউটে। আগামী ১৫ অগাস্ট প্লে-অফে দুবাইয়ের দল শার🌸জাহ ফুটবল ক্লাবের মুখোমুখি হবে কিংস। এ ম্যাচ জিতলে মূল বাছাইয়ে খেলার সুযোগ পাবে ব্রুজোনের দল।