প্রত্যাশা মতোই চলতি উইম্বলডন টেনিস আসরের ফাইনালে উঠেছিলেন সার্বিয়ার নোভাক ♈জোকোভিচ। কিন্তু বছরের তৃতীয় গ্রান্ড স্লাম টেনিস আসরের ফাইনালে তিনি হেরে গেল🅠েন স্পেনের কার্লোস আলকারাজের কাছে।
২২ বছর বয়সী আলকারাজ ৬-২, ৬-২ ও ৭-৬(৭-৪) সেটি জিতে শিরোপ🎐া অক্ষুন্ন রাখলেন। ২৪টি গ্রান্ড স্লাম শিরোপাধারী ও দ্বিতীয় বাছাই জোকোভিচের ২৫ তম শিরোপা লাভ আপাতত সমꦉ্ভব হলো না।
রোববারের ফাইনালে জোকোভিচ প্রথম দুটি সেটে তেমন কোন ল♛ড়াই করতে পারেননি। তবে তৃতীয় সেটে দারুণ খেলে প্রায় জিতেই গিয়েছিলেন জোকোভিচ। কিন্তু 🍌শেষ পর্যন্ত আলকারাজই জয়ী হন।
গতবারও উইম্বলডনের ফাইনালে𓄧 আলকারাজ হারিয়েছিলেন এই জোকোভিচকেই।