• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফিরমিনোর হ্যাটট্রিকে জয় দিয়ে লিগ শুরু আল আহলির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০৩:৫৬ পিএম
ফিরমিনোর হ্যাটট্রিকে জয় দিয়ে লিগ শুরু আল আহলির
ছবি: সংগৃহীত

লিভারপুল থেকে রবার্তো ফিরমিনো নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাব আল আহলিতে। আল হাজমের বিপক্ষে তার অভিষেকও হয়ে গেছে। অভি༺ষেকেই হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফুটবলার। প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে আল হাজমকে ৩-১ গোলে হারায়। বুঝতে বাকি নেই প্রতিটি গোলই এসেছে ফিরমিনোর কাছ থেকে। 

গত মৌসুমে দ্বিতীয় স্তরের লিগে চ্যাম্পিয়ন হওয়ায় এবার মূল লিগে খেলার সুযোগ পায় আল-আহলি। আল-হᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚাজমও তাদের মতো এবার প্রথম বিভাগ লিগ থেকে উঠে এসেছে । কিন্তু মৌসুমের প্রথম ম্যাচে পাত্তাই পায়নি আল হাজম।

ম্যাচ🐭ের ষষ্ঠ মিনিটেই আলি মাজরাশির অ্যাসিস্ট থেকে চোখ ধাঁধানো হেডে আল আহলিকে এগিয়ে দেন ফিরমিনো।

ম্যাচের বয়স ১০মিনিট হতে না হতে আবার দৃশ্যপটে ফিরমিনো। এবার তাকে অ্যাসিস্ট করেন ম্যানচেস্টার সিটি থেকে এ মৌসুমেই আহলিতে আসা আলজেরিয়ান ফুটবলার রিয়াদ মাহরেজ। তাতে প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় আহল🍌ি।

দ𝓀্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছুক্ষণ পর ব্যবধান 🧔কমানোর সুযোগ পায় আল হাজম। ভিনিসিউস গোয়েসের দক্ষতায় সেই সুযোগ লুফেও নেয় তারা। ব্যবধান দাড়াঁয় ২-১ এ।

৭২ মিনিটে ফিরতি শটে হ্যাটট্💯রিক পূরণ করেন ফিরমিনো। চলতি মৌসুমেই লিভারপুল ছেড়ে আল আহলিতে যোগ দেন তিনি। শুধু তা-ই নয়, রিয়াদ মাহরেজ, এদুয়ার্দ মেন্দি, ফ্রাঙ্ক কেসিয়ের মতো তারকাদেরও দলে ভিড়িয়েছে সৌদি ক্লাবটি। লিগে ফিরমিনোদের পরের ম্যাচ ১৮ আগস্ট আল খালিজের বিপক্ষে।

Link copied!