• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রোহিতকে কলকাতা দলে দেখতে চান আকরাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৪, ০৮:৫৪ পিএম
রোহিতকে কলকাতা দলে দেখতে চান আকরাম
ওয়াসিম আকরাম ও রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

এর আগেও তিনি রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার কিংবদন্তি ক্রিকেটার পাকিস্তানের সা🎃বেক অধিনায়ক ওয়াসিম আকরাম আইপিএল চলাকালেই দারুণ এক মন্তব্য করলেন।

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা পেস বোলার আকরাম স্পোর্টসক💃িডায় একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার ব্যক্তিগত ভাবে মনে হয়, ও (রোহিত) পরের মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবে না। আমি তাকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের হয়ে খেলতে দেখতে পছন্দ করব। ও কলকাতার দলের হয়ে ওপেন করবে, গৌতম গম্ভীর মেন্টর হিসেবে থাকবে, আইয়ার অধিনায়ক হিসেবে, দারুণ বিষয় হবে। ইডেনের উইকেটে ওদের খুব শক্তিশালী ব্য𓆉াটিং লাইনআপ হবে।’

তিনি বলেন, ‘রোহিত ​​যে কোনও উইকেটে খুব ভালো ব্যাটিং করে, ও সে রকম লেভ🃏েলের ভালো প্লেয়ার। তবে ক൲েকেআরে হয়ে খেলতে দেখতে ওকে ভালো লাগবে।’

১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রোহিত সেঞ্চুরি করেছিলেন, তার পর থেকে চলতি আইপিএলে♏ হঠাৎ করেই ছন্দ হারিয়েছেন রোহিত। তার ফর্ম পড়ে যাওয়াটা আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রোহিত শর্মা ব্যর্থ হওয়ার পর নিজেকে ধরে রাখতে পারেননি। সেই ম্য়াচের পর রোহিতের যে ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ♚তা রীতিমতো আশঙ্কাজনক। হ🎉াত দিয়ে বারবার চোখ মুছছেন তিনি।

 

Link copied!