• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিশ্বকাপ ফাইনালে ম্যারাডোনাদের হারানো ব্রিহমি পরপারে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৫:২৭ পিএম
বিশ্বকাপ ফাইনালে ম্যারাডোনাদের হারানো ব্রিহমি পরপারে
ম্যারাডোনার পর এবার ব্রিহমিও চলে গেলেন পরপারে। ছবি: সংগৃহীত

কিংবদন্তী দিয়েগো ম্যারাডোন💎ার আর্জেন♋্টিনাকে হারিয়ে ১৯৯০ সালে ফিফা বিশ্বকাপ ট্রফি জার্মানির ঘরে তোলার অন্যতম নায়ক আন্দ্রেজ ব্রিহমি মারা গেছেন। 

ফাইনালে তার পেনাল্টি গোলে আলভিসেলেস্তদের হারিয়ে তৃতীয়বারে মতো বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি🎉।

মঙ্গলবার ⭕♌৬৩ বছর বয়সে মারা যান এই কিংবদন্তি। জার্মান ফুটবল ক্লাব এফসি কাইজারসৌটার্ন তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এ মৃত্যুতে তারা শোকাহত।

তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনাও জানায় ক্ল🔯াব। ১০ বছর ব্রিহমি ক্লাবটির লাল জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন। এছাড়া তিনি জার্মান কাপ (ডিএফবি পোকাল) জিতেছেন তার ক্যারিয়ারে।

জার্মানির অন্যতম বড় ক্লাব বায়ার্ন মিউনিখসহ ব্রিহমি তার ক্যারিয়ারে খেলেছেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানেও। ইন্টারের হয়ে তিনি ইতালির সিরি’আ ও সুপার কাপও জিতেছেন।
 

Link copied!