• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঘোর বিপদ থেকে স্বস্তির জয় আফগানদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪, ০৫:০৪ পিএম
ঘোর বিপদ থেকে স্বস্তির জয় আফগানদের
ব্যাটের পর বলেও বাজিমাত করেন রশিদ খান। ছবি: সংগৃহীত

দারুণ রুদ্ধশ্বাস ম্যাচ। যেখানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম থেকেই ♔ঘোর বিপদের মধ্যে ছিল আফগানিস্তান দল। কিন্তু ভাগ্য কিছুটা হলের তাদের দিকে ছিল। তাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১০ রানে হারিয়ে দিযে সক্ষম হয় আফগানিস্তান। আর তাদের এই নাটকীয় জয়ে সিরিজে ১-১ সমতায় এসেছে। 

রোববার র𓂃াতে শারজায় টস জিতে ব্যাটে নেমে আইরিশদের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেটে ১৫২ রান কর🃏ে আফগানরা। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান তোলে আইরিশরা।

ব্যাটিংয়ের শুরুতেই বিপাকে পড়ে আফগানরা। অ্যাডায়ার ও লিটলের দারুণ বোলিংয়ে ১৪ রানেই ৪ উইকেট হাꩲরায় তারা। বিপদে হাল ধরেন মোহাম্মাদ নবি। ফেরার আগে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। ওপেনার সেদিকউল্লাহ ৩২ বলে ৩৫ রানে থামেন। রশিদ খানের ৩ চার ও ১ ছক্কায় ১২ বলে ২৫ রানে লড়াকু পুঁজি পায় আফগানিস্তান। 

আইরিশ🅰দের হয়ে অ্যাডায়ার তিনটি, লিটল ও ব্যারি ম্যাককার্থি ꦕদুটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় শুরুটা দুর্দান্ত হয় আইরিশদের। ৪ ওভারেই ৪৩ রান করেন দুই ওপেনার অ্যান্ড্রু বালবার্নি ও পল স্টার্লিং। ১৫ বলে ২৪ রানে থাকা স্টার্লিংকে ফিরিয়ে ৪৯ রানের জুটি ভাঙেন খারোটে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আইরিশꦺরা। টꦜানা দুই বলে লর্কান টাকার ও হ্যারি টেক্টরকে ফেরান রশিদ। কার্টিস ক্যাম্পার আউট হন নবির বলে। ৪৫ রান করা বালবার্নিকে ফেরান খারোট। জিততে শেষ তিন ওভারে ৫১ রান প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। ফারুকির এক ওভারে ৩ ছক্কা ও এক চারে ২২ রান তুলেন ডেল্যানি। শেষ পর্যন্ত ১৮ বলে ৩৯ রানে থামে তার ইনিংস। 

ম্যাচসেরা রশিদ ১৪ রানে ৪টি উই🔜কেট লাভ করেন। খারোটে পান ২টি উইকেট।

সোমবার রাত ১০টা থেকে শরাজাতেই তৃতীয় ও শেষ ম্যাচ। 
 

Link copied!