আফগানিস্তানকে ২৩৫ রানের ছোট্ট স্কোরে বেঁধে রেখেꩲও ৯২ রানের বিরাট ব্যবধানে প𓃲রাজিত হয়েছে বাংলাদেশ দল।
বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ম🃏ূলত ব্যাটিং ব্যর্থতায় হেরেছে নতুন প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের।
আফগা🦹নিস্তান টস꧋ জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের বোলিং তোপে বড় রান করতে পারেনি। তারা অবশ্য ৪৯.৪ ওভার ব্যাট করে। দলের পক্ষে মোহাম্মদ নবি ৮৪ রানের চমৎকার এক ইনিংস খেলেন। এছাড়া, হাসমতউল্লাহ শহীদী ৫২ ও খারট ২৭ রান করেন। টাইগারদের মোস্তাফিজ ও তাসকিন ৪টি করে উইকেট লাভ করেন।
২৩৬ রানের মাঝারি মানের টার্গেটে ব্যাটে নেমে হতাশ করেন বাংলাদেশের ব্যাটাররা। যাদের কাছে ভালো রান আশা করা যায়নি, স๊েই নাজমুল হোসেন শান্ত ৪৭ ও সৌম্য সরকার ৩৩ রান করেন। মেহেদী হাসান মিরাজ করেন ২৮ রান। অথচ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিদ তামিম ও রিশাদ হোসেন চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
আফগানিস্তানের ঘাজনফার মাত্র ২৬ রানে ৬টি উইকেট নিয়ে চমক দেখান এবং ম্যাচসেরার পুরস্কার লাভ করেন। এছাড়া, অভিজ্ঞ স্পജিনার রশিদ খান ২টি উইকেট পান ২৮ রানের বিনিময়ে।
এটা ছিল দুই দলের পরস্পরের✃ ১৭তম ওয়ানডে। বাংলাদেশের ১০টির বিপরিতে এ নিয়ౠে আফগানরা তাদের সপ্তম জয় তুলে নিয়েছে।
আগামী💃 ৯ ওꦛ ১১ নভেম্বর সিরিজের বাকি দুটি ওয়ানডে এই শারজাহতেই অনুষ্ঠিত হবে।