আফগানি🅰স্তানকে ২৩৫ রানের ছোট্ট স্কোরে বেঁধে রেখেও ৯২ রা💦নের বিরাট ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ দল।
বুধবার রাতে সং🤡যুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ মূলত ব্যাটিং ব্যর্থতায়ဣ হেরেছে নতুন প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের।
আফগানিস্তান টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের বোলিং তোপে বড় রান করতে পারেনি। তারা অবশ্য ৪৯.৪ ওভার ব্যাট করে। দলের পক্ষে মোহাম্মদ নবি ৮৪ রান🍒ের চমৎকার এক ইনিংস খেলেন। এছাড়া, হাসমতউল্লাহ শহীদী ৫২ ও খারট ২৭ রান করেন। টাইগারদের মোস্তাফিজ ও তাসকিন ৪টি করে উইকেট লাভ করেন।
২৩৬ রানের মাঝারি মানের টার্গেটে ব্যাটে নেমে হতাশ করেন বাংলাদেশের ব্যাটাররা। যাদের কাছে ভালো রান আশা করা যায়নি,☂ সেই নাজমুল হোসেন শান্ত ৪৭ ও সৌমꦗ্য সরকার ৩৩ রান করেন। মেহেদী হাসান মিরাজ করেন ২৮ রান। অথচ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিদ তামিম ও রিশাদ হোসেন চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
আফগানিস্তানের ঘাজনফার মাত্র ২৬ রানে ৬টি উইকেট নিয়ে চমক দেখান এবং ম্যাচসেরার পুরস্কার লাꩵভ করেন। এছাড়া,🦩 অভিজ্ঞ স্পিনার রশিদ খান ২টি উইকেট পান ২৮ রানের বিনিময়ে।
এটাꦛ ছিল দুই দলের পরস্পরের ১৭তম ওয়ানডে। বাংলাদেশের ১০টির বিপরিতে এ নিয়ে আফগানরা তাদের সপ্তম জয় তুলে নিয়েছে।&💜nbsp;
আগামী ৯ ও ১১ নভেম্বর সিরিজের বাকি দুটি ওয়ানডে এই শার🌌জ🍒াহতেই অনুষ্ঠিত হবে।