বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে আফগানিস্তান জাতীয়🦄 ফুটবল দল। শনিবার (২৬ আগস্ট) মধ্যরাতে আফগান ফুটবল দল ঢাকায় পা রাখে।
চলতি বছরের অক্টোবর মাসে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্ব খেলবে বাংলাদেশ ফুটবল দল।🎐 বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে আফগানদের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। প্রীতি ম্যাচ দুইটি ൩অনুষ্ঠিত হবে ৪ ও ৭ সেপ্টেম্বর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনা।
বাংলাদেশের থেকে শক্তিমত্তায় অনেক এগিয়ে আফগানিস্তান। ফিফা র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে আছে আফগানরা। ফিফা র্যাঙ্কিংয়ে আগফানিস্তানের অবস্থান ১♊৫৫তম। অন্যদিকে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২তম। এর আগের আফগানদের বিপক্ষে ৬ দেখায় লাল সবুজের প্রতিনিধিরা কখনও জিততে পারেনি। তাদের সাফল্য বলতে গেলে ৪ ম্যাচ ড্র।
এদিকে আর্জেন্টিনার তৃতীয় বিভাগ𝔍ের দল সোল দে মায়োর সঙ্গে দেড় বছরের চুক্তি করেছে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল❀ ভূঁইয়া। তাই তিনি এখন দেশে নেই। ৩০ আগস্ট বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে অধিনায়কের।
রোববার (২🦄৭ আগস্ট) জামাল ভূঁইয়ার অভিষেক ম্যাচ রয়েছে সোল দে মায়োর 🌼হয়ে। এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮ টায় সরাসরি দেখাবে সংবাদ প্রকাশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।