ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের এক ম্যাচে ১২৫ রানের বিশাল ব্যবধানে আফ্রিকান দল উগান্ডাকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে যুদ্ধ-বিধ্বস্থ আফগানওিস্তান। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মঙ্গলবার সকালে বিশ্বকাপের ‘সি’ গ্রুপের এই ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৮৩ রা🥀ন করে। জবাবে ১৬ ওভারে মাত্র ৫৮ রানে অলআউট হয় উগান্ডা।
আফগান দলের ওপে𒐪নার রহমানউল্লাহ গুরবাজ ৪৫ বলে ৪টি করে চার ও ছক্কায় ৭৬ রান করেন। অপর ওপেনার ইব্রাহিম জাদরান ৪৬ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৭০ রান করেন।
উগান্ডা দলের পক্ষে꧋ রবিনসন♑ ওবুয়া সর্বেোচ্চ ১৪ রান করেন।
আফগানিস্তানের ফজলহক ফারুকܫি মাত্র ৯ রানে ৫টি উইকেট লাভ করেন। আর অধিনায়ক রশিদ খান🌺 ও নাভিন ২টি করে উইকেট পান। ফারুকি ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
এই গ্রুপে আরও রয়েছে ওয়েস্ট ইন🔜্ডꦕিজ, পাপুয়া নিউগিনি ও নিউজিল্যান্ড।
উল্লেখ্য, ২ জুন যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হয় এবারের আসর। যা,𝓡 ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।