অনেকের অজান্তেই আরেকটি আবাহনীꦯ-মোহামেডান ম্যাচ হয়ে গেল। আগের ম্যাচেই ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শি🌌রোপা নিশ্চিত হয়ে গিয়েছিল আবাহনী লিমিটেডের। ঢাকা মোহামেডানের বিপক্ষে তারা ৯ রানের জয় পেয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার সেরা ইনিংসে।
শুক্রবার ফতুল্লা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে ৩০৩ꦑ রানে অলআউট হয় আবাহনী। জবাবে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রানের বেশি করতে পারেনি মোহামেডা🔯ন।
টস জিতে ব্যাট করতে নেমে ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ♏আবাহনী। ওখান থেকে মোসাদ্দেক ও সাব্বির হোসেনের জুটিতে আসে ১১৭ রান। নাসুম আহমেদের তার বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ৭ চার ও ৬ ছক্কায় ৭৮ বলে ৯১ রান করেন সাব্বির।
২০১৯ সালের এপ্রিলের পর আবারও সেঞ্চুরি করলেন মোসাদ্দেক। ৮ চার ও ১০ꦍ ছক্কায় ১০১ বলে ক্যারিয়ার সেরা ১৩৩ রানের ইনিংস খেলেন তিনি।
মোহাম♓েডানের হয়ে তিন উইকেট করে নিয়েছেন আবু হায়দার রন🍎ি ও মেহেদী হাসান মিরাজ।
রান তাড়ায় 🤡শুরু෴টা ভালো হয়নি মোহামেডানের। ৪৫ রানে দুই উইকেট হারায় তারা। পরে ইমরুল কায়েসের সঙ্গে ৯৩ রানের জুটি গড়েন মাহিদুল ইসলাম অঙ্কন। ইমরুল ৬০ বল খেলে ৫৯ রান করেন। তবে অঙ্কন ৬০ বলে মাত্র ৩৬ রান করে বোল্ড হন।
শেষদিকে আশা জাগান রুব🐻েল মিয়া ও আবু হায়দার রনি। ৩ চার ও সমান ছক্কায় ৬২ বলে ৬৫ রান করেন রুবেল এবং ২৭ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন রনি। তাদের ৯৬ রানের জুট♏িও মোহামেডানকে জেতাতে পারেনি।