নিউজিল্যান্ডের হয়ে একাই লড়াই চালিয়ে গিয়েছিলেন কেন উইলি𝐆য়ামসন। বাংলাদেশের বিপক্ষে হাঁকিয়েছেন সেঞ্চুরি। গড়েছেন নতুন এক রেকর্ড। টেস্টে ২৯তম শতক হাঁ🐼কিয়ে তিনি স্পর্শ করেছেন ডন ব্র্যাডম্যান ও বিরাট কোহলিকে।
ইনিংসের ৭৬তম ওভারে না🍎ঈম হাসানের বল স্কয়ার লেগে খেলে এক রান নিয়ে উইলিয়ামসন পূর্ণ করে সেঞ্চুরি। ১৮৯ বলে ১১ চারে তিনি এই শতক পূর্ণ করেন। তিন অঙ্ক ছুঁয়ে কিউই ক্রিকেটার ছুঁয়ে ফেললেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান এবং বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে। ৯৯.৯৪ গড় নিয়ে ক্রিকেটকে গুডবাই বলা ব্র্যাডম্যান ৫২ টেস্টে ২৯ সেঞ্চুরি পেয়েছিলেন। ভারতের বিরাট কোহলি ১১১ টেস্টে পেয়েছেন ২৯তম টেস্ট সেঞ্চুরি। সেখানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯৫তম টেস্ট খেলতে নেমে উইলিয়ামসন তাদের পাশে নিজেকে বসিয়ে নিলেন।
চলতি বছর এ💜টি তার দ্বিতীয় সেঞ্চুরি। গত মার্চে সবশেষ ট🧔েস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাট থেকে এসেছিল ঝকঝকে ২১৫ রান।
বাংলাদেশের বিপক্ষে এটি উইলিয়ামসনের চতুর্থ সে🃏ঞ্চুরি। ৫৫.৫৮ গড়ে ক্যারিয়ার সাজানো উইলিয়ামসনের বাংলাদেশের বিপক্ষে গড় ১৩১। এখন পযর্ন্ত ৭ টেস্টে ৯ ইনিংসে রান করেছেন ৭৮৬। ২০১৩ সালে প্রথম মুখোমুখিতেই সেঞ্চুরি পে𝕴য়েছিলেন চট্টগ্রামের মাটিতে। এরপর ২০১৭ সালে ওয়েলিংটনে দ্বিতীয় সেঞ্চুরিতে করেন ১০৪ রান। ছিলেন অপরাজিত। ২০১৯ সালে ঝকঝকে ২০০ রানের অপরাজিত ইনিংস। সিলেটে রানের ফোয়ারা ছুটিয়ে ১০৪ রানে তাইজুলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।