• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৯০৬ গোল রোনালদোর, পর্তুগালের টানা তৃতীয় জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ১২:২৭ পিএম
৯০৬ গোল রোনালদোর, পর্তুগালের টানা তৃতীয় জয়
রোনালদোর গোল উদযাপন। ছবি : সংগৃহীত

উয়েফা নেশন্স কাপে শনিবার রাতে পোল্যান্ডে ওয়ারশে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিলো রোনালদোর🌼 পর্তুগাল। ম্যাচটা ছিল রোনালদো বনাম রবা൲র্ট লেওয়ানডস্কির। স্বাগতিকদের বিপক্ষে ৩-১ ব্যবধানে দারুণ এক জয় তুলে নিলো পর্তুগাল।

ক্যারিয়ারে ১ হাজার তম গোল করার দিতে তীব্র গতিতে ছুটে চলছেন সিআর সেভেন। পোল্যান্ডের বিপক্ষে করলেন ১ গোল। সব মিলিয়ে ক্যারিয়ারে ৯০৬তম গোল করে ফেললেন সৌদি ক্লাব আল নাস🍬রের এ ফুটবলার।

টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। রোনালদো ছাড়াও পর্তুগালের হয়ে গোল কর🌸েন বার্নার্ডো স𝓀িলভা। অন্য গোলটি আত্মঘাতি থেকে। পোল্যান্ডের গোলটি করেন জিয়েলিনস্কি।

তিন ম্যাচে পূর্൩ণ ৯ পয়েন্ট নিযে শীর্ষে রয়েছে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ক্রোয়েশিয়া। পোল্যান্ডের পয়েন্ট ৩। স্কটল্যাꦦন্ডের কোনো পয়েন্ট নেই।

শনিবার শুরুতে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে পর্তুগাল। ২৬ মিনিটে এগিয়ে যায় সিলভার গোলে। ম্যানইউ তারকা ব্রুনো ফার্নান্দেজের হেড পাস পেয়ে বা🐈ঁ পায়ের জোরালো শটে পোল্যান্ডের জালে বল জড়ান ম্যানসিটি তারকা সিলভা।

৩৭ মিনিটে পর্তুগালকে আবারও উল্লাসে ভাসান রোনালদো। গোলটির পেছনে কৃতিত্ব রাফায়েল লিয়াওয়ের। এসি মিলান ফরোয়ার💟্ড লিয়াওয়ের শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি শটে গোল করেন রোনালদো।

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর মোট গোল সংখ্যা এখন ১৩৩টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ফুটবলে মোট গোল ৯০৬টি। ২০২৪ সালে ক্লাব ও জাতীয়🅰 দল মিলিয়ে ৩৩ গোল হলো পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।

বিরতির ১০ মিন🐓িটের মধ্যে ব্যবধান আরো বাড়াꦯনোর পরিষ্কার সুযোগ পেয়েছিলেন রোনালদো। বক্সে ফাঁকায় বল পেয়েও শট না নিয়ে ব্রুনো ফার্নান্দেসকে পাস দেন, তবে শট লক্ষ্যে রাখতে পারেননি ম্যানইউর এই মিডফিল্ডার।

সুযোগ পেয়েছিলেন রবার্ট লেওয়াডস্কিও; কিন্তু হেড লক্ষ্যে রাখতে পারেননি বার্সা তারকা। ৭৮তম মিনিটে স্বাগতিকদের হয়ে ইন্টার মিলান মিডফিল্🅘ডার পিওতর জিয়েলিনস্কির গোলে ব্যবধান কমলে কিছুটা আশা জাগে পোল্যান্ডের।

তবে সেই আশা শেষ হ𝓡য়ে যায় ৮৮ মিনিটে আত্মঘাতি গোলে। গোলমুখে বল আটকাতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন 🔥ডিফেন্ডার ইয়ান বেদনারেক। এতেই ৩-১ গোলে হেরে যায় রবার্ট লেওয়ানডস্কির দল। আরেক ম্যাচে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।

Link copied!