নিরাপত্তাজনিত কারনে রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে হঠাৎ ಌকরে সফর বাতিল করে নিউজিল্যান্ড। এর ফলে কয়েক লক্ষ টাকা আর্থিক🌄 ক্ষতির সম্মুখীন হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবির এক কর্মকর্তা নাম🔴 প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যম ডনকে বলেন, "নিরাপত্তাজনিত কারণ ছাড়াও, এটি ক্রিকেট বোর্ড, সরকার ,নিরাপত্তার সঙ্গে যারা যুক্ত এবং পাকিস্তা🌊নে আন্তর্জাতিক ক্রিকেট পুরোপুরি ফেরানোর জন্য আমরা যারা চেষ্টা চালাচ্ছি তাদের জন্য এটি একটি আঘাত।"
এই সিরিজে ওয়ানডে ম্যাচ শেষে লাহোরে পাঁচটি টি-টোয়൩েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ক꧟িউইদের এমন আচরণে আইসিসি থেকে কোনো ধরণের সহায়তা পায়নি পিসিবি। আইসিসিতে যেহেতু ভারতীয় বোর্ড শক্তিশালী, তাই পিসিবির পক্ষে নিউজিল্যান্ডের কাছ থেকে ক্ষতিপূরণের নেওয়া সহজ হবে না।
ওই কর্মকর্তা বলেন, "আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে নিউজিল্যান্ড ক্রিকেটের বিরুদ্ধে বিষয়টি উত্থাপন কর🐲লেও কোনো লাভ হবে 🍌না।"
২০০৩ সালে পর প্রথমবার পাকিস্তান সফর করেছিল নিউজিল্যান্ড। ইংল্যান্ড ক্র♏িকেট বোর্ডও ঘোষণা করেছিল যে তারা আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ইংল্যান্ডের পুরুষ দল ২০০৫ সাল থেকে পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। আর মহিলারা প্রথমবারের ম🍰তো এখানে আসছেন।
ওই কর্মকর্তা জানান, “ইংল্যান্ড এখন সফর কর🤡বে এমন খুব বেশি আশা নেই।”
তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ম✃াইকেল ভন আশা করেছিলেন যে💟 পাকিস্তানে নিরাপত্তা সমস্যা সমাধান হবে।
টুইটারে ভন লিখেছেন, "এটা পাকিস্তান ✤ক্রিকেটের জন্য খুবই লজ্জাজনক। শেষ মুহুর্তের এমন সিদ্ধান্তে পিসিবি ব্যাপকভাবে আর্থিক💫 ক্ষতিগ্রস্ত হবে। আশা করি পাকিস্তানে আবার ক্রিকেট খেলার জন্য নিরাপত্তার সমস্যাগুলি সমাধান করা যেতে পারে।"