• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আমি নই, বাংলাদেশেই অনেক বড় তারকা আছে: আফ্রিদি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৪:১৫ পিএম
আমি নই, বাংলাদেশেই অনেক বড় তারকা আছে: আফ্রিদি
শাহিন শাহ আফ্রিদি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিশ্বখ্যাত পেসার শাহিন শাহ আফ্রিদি প্রথম বারের মতো বাংলাদেশ প্রিমিয়াꦚর লিগে (বিপিএল) খেলতে এসেছেন। আর এবারের আসরে বিদেশি খেলোয়াড়দের মধ্যে তিনিই হয়তো সবচেয়ে বড় তারকা♒। আফ্রিদি খেলবেন বরিশাল ফরচুন দলের হয়ে। 

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়া𒅌মে দলের অনুশীলন করতে এসে সাংবাদিকদের কাছে নিজের অনুভূতির কথা জানালেন তিনি। 

তাকে বড়💝 তার🌼কা বলার পর তিনি বলেন, ‍‍‘আমি কোনো তারকা নই। আমি  একজন ক্রিকেটার। প্রথম বারের মতো খেলতে এসে দারুণ রোমাঞ্চিত আমি।‍‍’ 

তিনি আরও বলেন, ‍‍‘বাংলাদেশে অনেক বড় বড় তারকা খেলোয়াড় আছেন। বিশেষ করে বাংলাদে💃শে তাসকিন আহমেদ ও নাহিদ রানা সহ অনেক বড় মাপের পেসার রয়েছেন।‍‍’ 

আফ্রিদি বলেন, ‍‍‘বিপিএল একটি বড় আসর। এর কথা অনেক শুনেছি। পাকিস্তানের অনেকেই এই🌠 আসরে খেলেন। আমি চে𝕴ষ্টা করবো ভালো ক্রিকেট খেলতে।‍‍’ 

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বিপিএল।

Link copied!