নিউজিল্যান্ড সফরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিততে জিততে হেরে গেল শ্রীলঙ্কা। বলা যায়, হাত থেকে ফসকে গেছে ম্যাচটি। প্রায় জেতা ম্যাচ কীভা💎বে হারতে হয়, সেটাই দেখিয়ে দিল শ্রীলঙ্কা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে দুই ওপেনার লঙ্কানদের শক্ত ভিতে বসিয়ে দেন। তবে ওপেনারর๊া সাজঘরে ফেরার পরই আউট হওয়ার মিছিলে নাম লেখান শ্রীলঙ্কার ব্যাটাররা। সফরকারী দলের ভুলেই ঘরের মাঠে উত্তেজক জয় পেয়ে যায় নিউজিল্যান্ড।
শনিবার মাউন্ট মাউনগানুইয়ে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা ৬৫ রানে ৫ উইকেট হারানো সত্ত্বেও লড়াই করার রসদ জোগাড় করে নেয়। নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭২ রান তোলে। সৌজন্যে ডারিল মিচেল ও মﷺাইকেল ব্রেসওয়েলের জোড়া হাফ-সেঞ্চুরি।
ডারিল ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৪২ বলে ৬২ রান করে সাজঘরে ফেরেন। মারেন ৪টি চা🅺র ও ২টি ছক্কা। ব্রেসওয়েল ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষ পর্যন্ত ৪টি চারꦅ ও সমসংখ্যক ছক্কার সাহায্যে ৩৩ বলে ৫৯ রান করে আউট হন। এছাড়া টিম রবিনসন ১১, রাচিন রবীন্দ্র ৮, মার্ক চাপম্যান ১৫, গ্লেন ফিলিপস ৮ ও ক্যাপ্টেন মিচেল স্যান্টনার অপরাজিত ১ রানের যোগদান রাখেন।
শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নেন বিনুরা ফার্নান্ডো, মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসা🅠রাঙ্গা। ১টি উইকেট নেন মাথিসা পথিরানা।
পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ওপেনিং জুটিতেই তুলে ফেলে ১২১ রান। তবে দুই ওপেনার ছাড়া তাদের আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা আটকে যায়💎 ৮ উইকেটে ১৬৪ রানে। পাথুম নিশাঙ্কা ৯০ ও কুশল মেন্ডিজ ৪৬ রান করেন। নিউজিল্যান্ডের ডাফি ৩টি এবং ম্যাট হেনরি ও ফলকেস ২টি করে উইকেট নেন।
৮ রানের ব্যবধানে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ಞ১-০ লিড𝔉 নেয় নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা নিউজিল্যান্ডের বিপক্ষে।