জুলাই-আগস্টে ছাত্র-জনত⛦ার গণ-অভ্যুত্থানে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেত বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলি🐲শের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, “৫ আগস্টের ৭২ ঘণ্টা আগে যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিত, তাহলে অনেক প্রাণ রক্ষা পেত। পাশাপাশি অনেক পুলিশ সদস্য বেঁচে যেতেন।”
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ𒁏 অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি🐲 এসব কথা বলেন।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ অ্যাসোসিয়েশনগুলো সঠিক ভূমিকা রাখতে পারেনি। ভবিষ্যতে এসব𒉰 মাথায় রাখতে হবে। এ ছাড়া সেবার মাধ্ℱযমেই জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের হারানো ইমেজ ফিরে পেতে হবে।”
ডিএমপি কমিশনার বলেন, “এখনো পুলিশ ক🍌র্মকর্তা পরিচয় দিতে গিয়ে লজ্জাবোধ করি। ট্রমা থেকে বের হয়ে আসতে পারছি না। এ থেকে বেরিয়ে আসতে হলে মানুষকে সেবা দিতে হবে।”
ফোর্সের কাজে ব্যবহার🐻 না হল🌞ে পুলিশ সদস্যদের ব্যারিস্টার কিংবা ডক্টরেট ডিগ্রি নিয়ে লাভ নেই বলেও জানান ডিএমপি কমিশনার।