• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


২০২৪ সালে বিশ্বব্যাপী যত রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৬:৫২ পিএম
২০২৪ সালে বিশ্বব্যাপী যত রেকর্ড
ছবি: গিনেস ওয়াল্ড রেকর্ডে জায়গা করে নেওয়া ঘটনা

২০২৪ সালে বিশ্বব্যাপী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা স্থান পেয়েছে। যা মানুষের  সৃজনশীলতা, দক্ষতা এবং অধ্যবসায়ের প্রতিফলন। নিচে এমন কিছু রেকর্ডের বিবরণ দেওয়া হলো:
 

চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ড
চপস্টিক দিয়ে ভাত খেয়ে রেকর্ড গড়েছেন বাংলাদেশি তরুণী সুমাইয়া খান। তিনি এক মিনিটে ৩৭টি ভাত খেতে সক্ষম হয়েছেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল পেজে এই রেকর্ডের ভিডিও প্রকাশ পায়। এর আগে বাংলাদেশের আরেক তরুণী নুসরাত জাহান নিপার কাছে ছিল এই রেকর্ড। তিনি  এক মিনিটে চপস্টিক দিয়ে ২৭টি ভাত খেতে পেরেছিলেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম অনুযায়ী,  প্রতিবার একটি ভাত চপস্টিকের তুলতে পারবে। এর বেশি ভাত তুললেই বাতিল হয়ে যাবে। নিয়ম অনুযায়ী সুমাইয়া তার লক্ষ্য পূরণে সক্ষম হয়েছেন। ১ মিনিটে ৩৭ টি ভাত খেয়ে রেকর্ড গড়েন। সুমাইয়া জানান, তিনি খুব খুশি। এটা তার কাছে অবিশ্বাস্য পাওয়া এবং দারুণ অনুভূতি।
 

বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ কুকুর
আইওয়া, যুক্তরাষ্ট্রের কেভিন নামের একটি গ্রেট ডেন কুকুর জুন ২০২৪-এ বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ কুকুর হিসেবে গিনেস স্বীকৃতি পায়। তার উচ্চতা ছিল ০.৯৭ মিটার (৩ ফুট ২ ইঞ্চি)। তবে দুঃখজনকভাবে, এই স্বীকৃতি পাওয়ার কিছুদিন পরই অসুস্থ হয়ে অস্ত্রোপচারের সময় কেভিন মারা যায়। 
 

সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্ল্যাঙ্ক পোজ (নারী)
কানাডার ৫৮ বছর বয়সী ডোনা জিন ওয়াইল্ড ৪ ঘণ্টা ৩০ মিনিট ধরে প্ল্যাঙ্ক ধরে রেখে আগের রেকর্ড ভেঙেছেন। মার্চ ২০২৪-এ তার নাম গিনেস ওয়াল্ড রেকর্ডে জায়গা করে নেয়। এটি আগে ২০১৯ সালে ডানা গ্লাওয়াকার কাছে ছিল। তিনি ৪ ঘণ্টা ২০ মিনিটে করেছিলেন।
 

সবচেয়ে দ্রুত নারীদের ম্যারাথন
কেনিয়ার রুথ চেপনগেটিচ ২০২৪ সালের শিকাগো ম্যারাথনে ২ ঘণ্টা ৯ মিনিট ৫৬ সেকেন্ডে দৌড় সম্পন্ন করে নতুন রেকর্ড গড়েন।
 

সবচেয়ে লম্বা ম্যাচস্টিক ভাস্কর্য
ফ্রান্সের রিচার্ড প্লড ২০২৪ এর জানুয়ারিতে ৭.১৮ মিটার (২৩ ফুট ৬ ইঞ্চি) লম্বা একটি ম্যাচস্টিকের আইফেল টাওয়ার তৈরি করে রেকর্ড গড়েন।
 

বিশ্বের সবচেয়ে লম্বা বাগেট
২০২৪ সালের ৫ মে মাসে ফ্রান্সের সুরেসনসে ১২ জন বেকার ১৪৩.৫৩ মিটার বা ৪৬১ ফুট লম্বা বাগেট বানিয়ে বিশ্ব রেকর্ড করেন। প্যারিসের পশ্চিমাঞ্চলীয় শহর সুখছোতে তারা এই বাগেট তৈরি করেন।  প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বেকাররা জানান, আনুমানিক রাত তিনটা থেকে ৯০ কেজি আটা, ৬০ লিটার পানি, ১.২ কেজি লবণ ও ১.২ কেজি ইস্ট দিয়ে ১৫২ কেজি ওজনের মিশ্রণ তৈরি করেন। এরপর ধীর গতির একটি চাকাযুক্ত ওভেনে বিশাল এই বাগেট বেক করা হয়। গিনেস কর্তৃপক্ষ সার্টিফিকেট দেওয়ার পর এই বাগেটের কিছু অংশ আগ্রহী দর্শকদের পরিবেশন করা হয় এবং বেশিরভাগ অংশ গৃহহীনদের জন্য দেওয়া হয়।
 

সবচেয়ে লম্বা চুলের কিশোর
দক্ষিণ ডাকোটার ১৬ বছর বয়সী রুবেন লুকস টুইস। ২০২৪ সালের জুন মাসে তাকে সবচেয়ে লম্বা চুলের কিশোর হিসেবে গিনেস বুকে স্বীকৃতি দেওয়া হয়। গিনেস রেকর্ড অনুযায়ী, তার চুলের দৈর্ঘ্য ছিল ১৬১ সেমি (৫ ফুট ৩.৩ ইঞ্চি)।
 

বিশ্বের সবচেয়ে বড় জিনোম
ফর্ক ফার্ন নামক গাছটিকে ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে বড় জিনোমধারী উদ্ভিদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর জিনোম ১৬০.৪৫ বিলিয়ন বেস পেয়ার দীর্ঘ।
 

কেপটাউন থেকে কায়রো পর্যন্ত দ্রুততম পদযাত্রা
৫৭ বছর বয়সী কিথ বয়েড এই রেকর্ডটি করেছেন। তিনি মাত্র ৩০১ দিনে আফ্রিকার ৮,০০০ মাইল (প্রায় ১২,৮৭৪ কিমি) পথ পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড গড়েন। তার আগের রেকর্ডটি ছিল ৩১৮ দিনের।
 

চকলেটের কলা বানিয়ে বিশ্ব রেকর্ড
চকলেটের কলা বানিয়ে বিশ্ব রেকর্ড করেছেন বিখ্যাত শেফ শেফ গুইচন। এই কলার দৈর্ঘ্য ছিল ৬৬ ইঞ্চি। শেফ গুইচন যুক্তরাষ্ট্রের লস ভেগাসের নিজের প্যাস্ট্রি একাডেমিতে বসে “ফলের বৃহত্তম চকলেট ভাস্কর্য” তৈরি করেন। মূলত তিনি চকলেট দিয়েই বিভিন্ন আর্ট করেন। সেই ধারাবাহিকতায় এই চকলেট ভাস্কর্য তৈরি করেন। যার দৈঘ্য ৬৬ ইঞ্চি বাই ২৯.৫৭ ইঞ্𒀰চি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, প্রথমে তিনি একটি অর্ধেক খোসা ছাড়ানো কলার ছাঁচ তৈরি করেন। এরপর এর উপর চকলেট ছাঁচ দেন। ভিডিওতে তিনি পুরো প্রক্রিয়ার ব্যাখ্যা দেন।

বিশ্বের সবচেয়ে চওড়া জিহ্বার রেকর্ড
বিশ্বের সবচেয়ে চওড়া জিহ্বার অধিকারী হয়ে এই বছর গিনেস বুকে রেকর্ড গড়েছেন ব্রিটনি ল্যাকাও। গিনেস বুকের তথ্য অনুযায়ী, ব্রিটনির জিহ্বার প্রশস্ততা ৭.৯০ সেমি (৩.১১ ইঞ্চি)। তার জিহ্বা লম্বার তুলনায় ২.৫ সেমি (১ ইঞ্চি) বেশি চওড়া। যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা ব্রিটনি। এর আগে এই রেকর্ডের অধীকারী ছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা এমিলি শ্লেঙ্কার। ৭.৩৩ সেমি (২.৮৯ ইঞ্চি) চওড়া জিহ্বা নিয়ে রেকর্ড করেছিলেন তিনি। প্রায় ১০ বছর পর সেই রেকর্ড ভাঙলেন ব্রিটনি ল্যাকাও।
 

বিশ্বের সবচেয়ে দামি বার্গার
বিশ্বের সবচেয়ে দামি বার্গার ‘দ্য গোল্ডেন বয়’। যা খেতে গুণতে হয় ৫ হাজার ইউরো। এই হ্যামবার্গারের শেফ হচ্ছেন রবার্ট জান ডি ভিন। তিনি নেদারল্যান্ডসের ভুরথুজেনের গেল্ডারল্যান্ডের ডাল্টন রেস্তোরাঁয় তৈরি করেছেন এই বার্গার। এটি সোনায় খচিত এবং এতে যুক্ত রয়েছে দামি খাবার ক্যাভিয়ার। 
 

মুরগির বিশ্বরেকর্ড
লেসি নামের এক মুরগি এক মিনিটে ছয়টি অক্ষর, সংখ্যা ও রং শনাক্ত করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। গিনেস বুকের তথ্য অনুযায়ী, লেসির জন্য আলাদা একটি ক্যাটাগরি তৈরি করা হয়। যার নাম দেওয়া হয় ‘এক মিনিটে মুরগির সর্বোচ্চ শনাক্তকরণ’। শুধু তাই নয়, লেসিকে নিয়ে গিনেস ওয়ার্ল্ড আলাদা ইউটিউবও খুলেছে। যার নাম দেওয়া হয়েছে ‘দ্য থিংকিং চিকেন’।
 

পায়জামা পার্টির বিশ্বরেকর্ড
সুইডেনের আলমহুল্টে পায়জামা পার্টির আয়োজন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে খ্যাতিসম্পন্ন আসবাবপত্রের প্রতিষ্ঠান ইকেয়া। একটি স্থানে একই কাপড় পরে এতো  বেশি মানুষের জড়ো হওয়ার ঘটনা এটিই সবচেয়ে বড়। গিনেস বুকে রেকর্ড অনুযায়ী, বিশাল মিলনমেলায় হাজির হয়েছিলেন ২ হাজার ৫২ জন। যারা সবাই ইকেয়ার কর্মী। কর্মীরা একই রঙের পোশাক পরে হাজির হন।  তাদের পরনে ছিল সাধারণ টু-পিস পায়জামা সেট। যা পরে ভালো ঘুম হয়। ভালো ঘুমের গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন ছিল।
 

মোরগ বিল্ডিং বানিয়ে বিশ্বরেকর্ড
বিশাল মোরগ আকৃতির বিল্ডিং বানিয়ে বিশ্বরেকর্ড করেন রিকার্ডো ক্যানো গোয়াপো টান। যা বানানো রয়েছে ফিলিপাইন এক রিসোর্টে। দেশটির নিগ্রোস অক্সিডেন্টাল প্রদেশে এই রিসোর্টটি অবস্থিত। যার নাম ক্যাম্পুয়েস্টোহান হাইল্যান্ড রিসোর্ট। রিসোর্টের মালিক হচ্ছেন পরিচালক রিকার্ডো ক্যানো গোয়াপো টান। বিশাল আকৃতির এই ভবনটি এই বছর গিনেস রেকর্ডে ভূষিত হয়েছে। এই বিল্ডিং ১১৪ ফুট ৭ ইঞ্চি (৩৪.৯৩১ মিটার) লম্বা, উচ্চতায় ১২.১২৭ মিটার (৩৯ ফুট ৯ ইঞ্চি) প্রস্থ ২৮.১৭২ মিটার (৯২ ফুট ৫ ইঞ্চি) দৈর্ঘ্য। 
 

কম বয়সে বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ জয়ের রেকর্ড
সবচেয়ে কম বয়সে সবচেয়ে বেশি এবং সবচেয়ে উঁচু পর্বত জয় করে এই বছর বিশ্ব রেকর্ড করেন নেপালি পর্বতারোহী নিমা রিনজি শেরপা। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পর্বত জয় করেন তিনি। ২০২৪ সালের ৯ অক্টোবর তিব্বতের শিশাপাংমা পর্বতশৃঙ্গে (৮০২৭ মিটার) আরোহণ করে এই ইতিহাস গড়লেন তিনি। ২০২২ সালে নেপালের সেভেন সামিট ট্রেক ও ফোরটিন পিকস এক্সপেডিশনের হয়ে তিনি এই অভিযান শুরু করেন। প্রথমে নেপালের মানাসলু পর্বতশৃঙ্গ, এরপর ২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টসহ একে একে ৯টি পর্বত জয় করেন।

 

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

Link copied!