অনলাইন সংবাদমাধ্যম সংবাদ প্রকাশের ইউ⛦টিউব চ্যানেল হ্যাক করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর)🧜 সকাল থেকে চ্যানেলটির ই-মেইলটি হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল। এরপর বিকেল সাড়ে ৪টার পর থেকে ওই মেইলের অধীনে থাকা কয়েকটি ইউটিউব চ্যানেল তারা হ্যাক করে।
এ বিষয়ে সংবাদ প্রকাশের বার্তা সম্পাদক নিয়ন মতিয়ুল বলেন, “হ্যাকাররা প্রথম আমাদের একটি ই-মেইল হ্যাক করে। এরপর ওই ই-মেইলের অধীনে থাকা ৪টি ইউটিউব চ্যানে♍ল নিয়ন্ত্রণে নেয়। সর্বশেষ সন্ধ্যা ৬🌜টার দিকে চ্যানেলে থাকা ভিডিওগুলো দেখা গেলেও সোয়া ৬টার পর থেকে আর দেখা যাচ্ছে না। এই অবস্থায়, পাঠকদের সতর্ক থাকার অনুরোধ করা হলো।”
এ বিষয়ে আইনি প্রক্রিয়া🅺 চলমান আছে বলেও জানিয়েছেন নিয়ন মতিয়ুল।