রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির পেছনে ২ তলা বিশিষ্ট একটি আবাসি🗹ক ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৮ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দ💧প্তরের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্ত⛦ার।
রোজিনা আক্তার জানান, বিকেল ৪টা ১০ মিনিটে খবর পেয়ে মহাখালী 🌸সাত তলা বস্তির পেছনে একটি দোতলা ভবনে আগুন নেভানোর জন্য দুটি ইউনিট পাঠানো হয়। 𓄧বিকেল ৪টা ৪৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে🌃 জানা যাবে বলেও জানাꦓন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।