কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজ💃িদ কবির নামে এক কিশোর নিহত হ♛য়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার পর মেরিন ড্রাইভের ইনানী সমুদ্র সৈকতসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়꧙। এসময় 🤪সঙ্গে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
সাজিদ কক্সবাজার সরকারি উচ্চ বꦺিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পাস করে। বর্তমান🌱 ঢাকার মাইলস্টোন কলেজে পড়াশোনা করছিলেন।
ময়নাতদন্তের জন্য সাজিদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের♋ মর্গে আনা হয়েছে।