• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাজে শটে আউট, সাবেক তারকাদের সমালোচনার মুখে রোহিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৬:৪১ পিএম
বাজে শটে আউট, সাবেক তারকাদের সমালোচনার মুখে রোহিত
আউট হয়ে হতাশ রোহিত শর্মা । ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন যাবত 🅷ব্যাটে রান পাচ্ছেন না ভারতের টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা। ফের ব্যর্থ হয়েছেন রোহিত। অস্ট্রেলিয়া সফরে গিয়ে গত দুই টেস্টে  নিজের ব্যাটিং পজিশন পিছনের দিকে নিয়ে গেছিলেন হিটম্যান, লোকেশ রাহুলকে জায়গা করে দিতে। কিন্তু সেখানে ব্যর্থ হওয়ার পর ফ✤ের মেলবোর্নের সবুজ পিচে তিনি আসেন ওপেনার হিসেবে। কিন্তু সেখানেও ফ্লপ এই হিটম্যান। স্কট বোল্যান্ডের হাতে ক্যাচ আউট হওয়ার আগে করলেন মাত্র ৩ রান।

প্যাট কামিন্সের সাদামাটা বলে রোহিত বোল্যান্ডের 🎀হাতে ক্যাচ তুলে দেন। এমন বাজে শট দেখেই ফক্স ক্রিকেটের কাছে রোহিতের সমালোচনা করলেন সাবেক ইংরেজ অধিনায়ক মাইকেল ভন। তিনি বললেন,  ‘এটা বড় ভুল করে ফেলল রোহিত শর্মা। এটা কোনও শটই নয়। ইনিংসের শুরুতেই থাকায়, পলের পেস আর পিচের বাউন্সের সঙ্গে ও মানিয়ে নিতে পারেনি। একজন ভারত অধিনায়কের শেষ ১৪ টেস্ট ইনিংসে গড় ১১, এটা ভারতের অধিনায়ক হিসেবে খুবই দুঃখের।’

আরও যেটা খারাপ, তা হল মেলবোর্নে প্রথম ইনিংসে ব্যাট করা চার ওপেনারের মধ্যে একমাত্র রোহিতই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারলেন না। রোহিতের সমালোচনা কর▨েন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংও। তিনি বলেন, ‘এটা খুব কুঁড়ে শট, মানে এখনও মনে হচ্ছে সুইচ অন করতে পারেনি নিজেকে। এই মূহূর্তের জন্য এই শটটা একদমই অনুচিত।’

আরেক অজি বিশ্বকাপজয়ী ক্রিকেটার ড্যারেন লেম্যানও বললেন, ‘রোহিত যদি বলটা মারতে যেত, তাহলে মারা উচিত ছিল। ও একটা ক্লাস প্লেয়ার। এগুলো থেকে ওর শিক্ষ🥃া নেওয়া উচিত। আউটফিল্ডে এত জায়গা যখন, তাহলে পুরো শটই খেলা উচিত ছিল।’

অন্যদিকে সাবেক ব্যাটিং তারকা সুনীল গাভাস্কার বললেন, ‘এটা এমন একটা শট, যেটা না খেলা থেকে নিজেকে আটকাতে পারেনি রোহিত। আমার মনে হয় রোহিত শর্মা পরের কয়েকটা ম্যাচে খেলার সুযোগ পাবে, কিন্তু এরপরও যদি ও রান না পায়, মন🐎ে হয় ও নিজেই সরে দাঁড়াবে। ও দলের বোঝা হতে একদমই চাইবে না।’

Link copied!