একটি মাইলফলক স্পর্শ করার জন্য পাকিস্তানি ব্যাটার বাবর আজমের দরকার ছিল মাত্র ৩ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে ব্যাট হাতে মাঠে নেমে মাত্র ৪ রানে আউট হন। হয়তো মন খারাপ করেই মাঠ ছাড়🍷েন। যদিও ঐ ৪ রানেই ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখালেন নানা রেকর্ডের মালিক বাবর।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে স♌ময়টা ভালো যাচ্ছে না বাবর আজমের। চলমান সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম ইনিংসেও সুবিধা করতে পারেননি তিনি। তবে রেকর্ড গড়ে ফেললেন। তিন ফরম্যাটের ক্রিকেটেই চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
সেঞ্চুরিয়ন টেস্টে কামরানের উপস্থিতির কারণে বাবর তার পছন্দের পজিশন ছেড়ে দেন। ৩ নম্বরে ব্যাটিং 🌱করতে নেমে খুব একটা ভালো করতে পারেননি তিনি। ডেন পিটারসনের বলে আউꦕট হওয়ার আগে তিনি টেস্টে ৪ হাজার রান পূর্ণ করেন।
কোরবিন বোসকে চার মেরে টেস্টে ৪ হাজার রান পূর্ণ করেন বাবর। আর ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগেই ৪ হাজার রানের এই মাইলফলক ছুঁয়েছিলেন 🍸তিনি। তাতে তিন ফরম্যাটেই চার হাজার রান করা ব্যাটারদের এলিট ক্লাবে প্রবেশ করলেন তিনি।
ক্রিকেট ইতিহাসের তৃতীয় ব্♛যাটার হিসেবে এই ক্লাবে প্রবেশ করলেন বাবর। ২০২২ সালে বিরাট কোহলি প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক অর্জন করেছিলেন। কোহলির পর রোহিত শর্মা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। দুই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে এই এলিট ক্লাবের নতুন সদস্য হলেন এবার😼 বাবর।
টেস্টে বাবরের মোট রান এখন ৪ হাজার ১। আর ওয়ানডেতে তিনি করেছেন ৫ হাজার ৯৫৭ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের মোট রান ৪ হাজার🍸 ২২৩🅰।