লক্ষ্মীপুরের রামগতিতে দেবরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা🏅র অভিযোগে মামলা করেছেন এক প্রবাসীর স্ত্রী।
বৃহস্পতিবাඣর (২৬ ডিসেম্বর) বিকেলে ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদী হয়ে রামগতি থানায় মামলা করেন। এতে অভিযুক্ত করা হয় রাকিব ওরফে রাব্বি নামে এক যুবককে।
এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরﷺে ঘরে একা পেয়ে সৌদি ꦛপ্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা চালান রাকিব। অভিযুক্ত রাকিব সম্পর্কে চাচাতো দেবর।
মামলা সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী প্রবাসে থাকেন। আর তিনি শ্বশুর-শাশুড়ি এবং দুই সন্তান নিয়ে বাড়িতে বসবাস করেন। ঘটনার দিন শ্বশুর-শাশুড়ি এবং তার পাঁচ বছর বয়সী বড় মেয়ে💙 একটি বিয়ের অনুষ্ঠানে যান। ঘরে ওই গৃহবধূ দেড় বছরের ছেলেকে নিয়ে ছিলেন। এসময় রাকিব ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। ওই নারী চিৎকার করলে পালিয়ে যান রাকিব।
এদিকে মামলার পর বিভিন্নﷺভাবে হুমকি দেওয়া হ🔯চ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।
তিনি বলেন, “রাকিবের লোকজন আমাকে হুমকি দিচ্ছে। বুধবার সন্ধ্যায় তার ভগ্নীপতি রিংকু এসে আমাকে হুমকি দিয়ে গেছে মামলা না করার জন্য। এখন পরিবারের সদস্যদের নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভಌুগছি।”
এ বিষয়ে বক্তব্য জানতে অভি🍸যুক্ত রাক🙈িব হোসেনকে কল করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনার অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত কর🐲া হয়। এরপর সত্যতা পেয়ে মামꩲলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।