• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রিউমর স্ক্যানারের প্রতিবেদন

সাদ্দামের নামের পেজ থেকে সমন্বয়কদের হুমকি, যা জানা গেল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ১১:৩১ এএম
সাদ্দামের নামের পেজ থেকে সমন্বয়কদের হুমকি, যা জানা গেল

নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নামে ফেসবুকে পরিচালিত একটি ভুয়া পেজের📖 মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্লাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ।

রিউমর স্ক্যানার জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Hussain Saddam’ নামের একটি পেজের পোস্টের স্ক্রিনশট প্রচার🎃 করে দাবি করা হয়েছে, এটি সম্প্রতি নিষিদ্ধঘোষিত হওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ফেসবুক পেজের পোস্ট। কথিত ওই পোস্টে বলা হয়েছে, ‘১৫৮ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়কের তালিকা অনুযায়ী পরিবারের সদস্য ও ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে, একটাকেও পালাতে দেয়া হবে না।’

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হুমকি দিয়ে পোস্ট দেওয়া ‘Hussain Saddam’ নামের আলোচিত পেজটি সাদ্দাম হোসেনের আসল ফেসবুক পেজ নয়, বরং এটি সাদ্দাম হোসেনের নামে ফেসবুকে পরিচালিত একটি ভুয়া পেজ। প্রকৃতপক্ষে পেজটি ২০১৯ সালের ꦕ২৬ নভেম্বর ‘শেখ ফজলে শামস পরশ’ নামে চালু করা হয়েছিল এবং চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত তিনবার পেজটির নাম পরিবর্তন করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে সেই দাবির সত্যতা যাচাইয়ে সমন্বয়কদের হুমকি দেওয়া আলোচিত পোস্টটির সূত্রধরে সাদ্দাম হোসেনের নামে পরিচালিত পেজটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পেজটির বায়োতে ‘আমার আগের পেজ নষ্ট হইয়া গেছে এই পেজটি সবাই ফলো করবেন বাংলাদেশ ছাত্রলীগ’ শীর্ষক লেখা দেখা যায়। এই বাক্যটির বানানে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়; যা একটি ছাত্রসংগঠনের সভাপতির অফꦜিশিয়াল পেজের সঙ্গে মানানসই নয়।

এ ছাড়াও, পেজটির ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটি ২০১৯ সালের ২৬ নভেম🐭্বর চালু করা হয়েছিল। সেসময় পেজটির নাম ছিল ‘শেখ ফজলে শামস পরশ’। পরবর্তীতে ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর পেজটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘Md Nuyed Miah’। এরপর চলতি বছরের ১০ ফেব্রুয়ারি আবারও পেজটির নাম পরিবর্তন করা হয়। এবার নাম রাখা হয় ‘M🌳d Nuyed Miah MP’। এরপর সর্বশেষ চলতি বছরের ১৭ আগস্ট পেজটির নাম পরিবর্তন করে ‘Hussain Saddam’ রাখা হয়। অর্থাৎ, ‘শেখ ফজলে শামস পরশ’ নামে পেজটি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত তিনবার এর নাম পরিবর্তন করা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন (৫ আগস্ট) পরবর্তী সময়ে এই পেজটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নামে রাখা হয়েছে।

রিউমর স্ক্যানার🦂 বলছে, পর্যবেক্ষণে দেখা যায়, পেজটি বর্তমানে চারজন এডম♈িন দ্বারা পরিচালিত হচ্ছে; যাদের সবাই বাংলাদেশে অবস্থান করছেন।  

রিউমর স্ক্যানার জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হুমকি দিয়ে দেওয়া ‘Hussain Saddam’ নামের একটি ভুয়া ফেসবুক পেজের পোস্টকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পেজের পোস্ট দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা বিভ্রা🦄ন্তিকর।

Link copied!