আজারবাইজান এয়ারলাইনসের ফ্লাইট জে২-🍒৮২৪৩ উড়োজাহাজটি রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আঘ🔴াতে ভূপাতিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
বার্তা সং♋স্থা রয়টার্স জানায়, উড়োজাহাজ♛ বিধ্বস্তের ঘটনায় আজারবাইজানের তদন্তের প্রাথমিক ফলাফলের বিষয়ে অবগত চারটি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিধ্বস্ꦉতের ঘটনা নিয়ে আজারবাইজানের তদন্তের ব্যাপারে অবহিত দেশটির একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, প্রাথমিক ফলাফলে দেখা গেছে, উড়োজাহাজটিকে রাশিয়ার প্যান্টসির-এস আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে আঘাত করা হয়েছিল। গ্রজ꧃নিতে যাওয়ার সময় উড়োজাহাজটির যোগাযোগ অকার্যকর হয়ে গিয়েছিল ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার কারণে।
এদিকে এ প্রতিবেদন প্রকাশ হওয়ার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রꦚি পেসকভ বলেছেন, তদন্তের মধ্য দিয়ে একটি উপসংহারে পৌঁছানোর আগে কোনো অনুমান দাঁড় করানো ঠিক নয়।
রাশিয়ার উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণক🧔ারী সংস্থার ভাষ্য, উড়োজাহাজটি জরুরি পরিস্থিতির মুখে পড়েছিল, যা পাখ൩ির আঘাতের কারণে হতে পারে।
কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী কা꧙নাত বজুমবায়েভ 🌃বলেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে, এ কথা তিনি নিশ্চিতভাবে বলতে পারছেন না। আবার অস্বীকারও করতে পারছেন না।
বুধব♋ার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে উড়োজাহাজটি (ফ্লাইট জে২-৮২৪৩) ‘বিধ্বস্ত’ হয়। এতে ৩৮ জন নিহত হন। উড়োজাহাজটিতে যাত্রী-ক্রু মিলে ৬৭ আরোহ൲ী ছিলেন।