• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মঞ্চে অপমানিত অভিনেত্রী হানিয়া আমির, কী ঘটেছিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৩:৫২ পিএম
মঞ্চে অপমানিত অভিনেত্রী হানিয়া আমির, কী ঘটেছিল
অভিনেত্রী হানিয়া আমির। ছবি: সংগৃহীত

পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি আমেরিকার ডালাসে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে আয়োজকদের কাছে অপমানিত হয়েছেন। ‘মিট অ্যান্ড গ্রিট’ নামের ওই  অনুষ্ঠানে হানিয়া আমিরকে কাছ থেকে দেখতে হাজির হন তার ভক্তরা।  কিন্তু হঠাৎ অপমানিত হয়ে অনুষ্ঠান থেকে চলে যান হানিয়া আমির। ওই অনুষ্ঠানে কী ঘটেছিল সামা🔯জিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন সেই বার্তা।

অভিনেত্রীর পোস্ট থেকে জানা যায়, অনুষ্ঠানটির প্রথমে হানিয়া আমির তার ভক্তদের সঙ্গে কথা বলছিলেন। একটা পর্যায়ে ভক্তদের আবদার মেটাতে তাদের সঙ্গে ছবি তুলছিলেন। কিন্তু বিষয়টি ভালোভাবে নেয়নি ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজক। অভিনেত্রী দেখেন একজন ইভেন্ট আয়োজক তার ম্যানেজারকে মৌখিকভাবে লাঞ্ছিত করছেন। পরে তার ম্যানেজার অপমানিত হয়ে স্টেজের পেছনে চলে যান। এরপর হানিয়া বিষয়টি কী ঘটেছে সেটা জানতে নিজে স্টেজের পেছ꧃নে যান। সে সময় একদল ফটোগ্রাফার তাদের ছবি তুলতে গেলে আয়োজক ওই ফটোগ্রাফারদেরও আক্রমণাত্মকভাবে বাধা দেয়।

দ্য ফ্রি প্রেস জার্নালেএ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘‘আমার ম্যানেজার অনেক বেশি অপমানিত হয়ে ব্যাকস্টেজে চলে গিয়েছিল। পরে আমি তাকে খোঁজ করছিলাম সে ঠিক আছে কি না এবং আমার সহশিল্পী ফাহাদ একজন ভদ্রলোকের মতো সেও আমার সঙ্গে ব্যাকস্টেজে গিয়ে খোঁজ নেয়। সেখানে আমরা ব্যাকস্টেজে ফ্যানদের সঙ্গে ছবি তোলার সিদ্ধান্ত♒ নিই কিন্তু সে সময় আয়োজক  এসে আমাদের গালিগালাজ করতে থাকে। এমনকি আমাদের বের হয়ে যেতে বলে। সঙ্গে সঙ্গে আমাদের নিরাপত্তা প্রটোকল বন্ধ করে দেয়। সে এত বেশি মৌখিক আক্রমণ করছিল যে, সেখানকার অন্য মান❀ুষদের তাকে থামাতে হয়েছিল।  পরিস্থিতি সামাল দিতে নিজেরাই পরিবহনের ব্যবস্থা করে নিরাপদে হোটেলে ফিরে যাই।’’

হানিয়া আমির আয়োজকদের সমালোচনা করে আরও বলেন, ‘‘আপনার অবস্থান যাই হোক বড় কিংবা ছোট, তবে এ কা▨রণে আপনাকে কাউকে অসম্মান করার অধিকার দ𒅌েওয়া হয়নি। মানুষ হিসেবে মানুষকে সম্মান দিতে শিখুন।’’

হানিয়া তার ভক্তদের উদ্দেশ্♏যে বলেন, ‘‘আমি আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমাপ্রার্থী। আপনাদের প্রত্যেক𓂃কে খুব ভালোবাসি। আমি দুঃখিত এইভাবে অনুষ্ঠান শেষ করতে হয়েছিল বলে।’’ 

Link copied!