• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভালোবাসা দিবসে ইনফিনিক্সের লাভ ফেস্ট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৩:৪৮ পিএম
ভালোবাসা দিবসে ইনফিনিক্সের লাভ ফেস্ট

স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স এই ফেব্রুয়ারিতে নিয়ে🌃 এলো ‘লাভ ফেস্ট।’ ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ৭ থেকে ১৫ ফেব্রুয়ার🍌ি অনলাইনে চলবে এই ভ্যালেন্টাইন ফেস্টিভ্যাল। ইনফিনিক্সের এই ক্যাম্পেইনের বিজয়ীদের জন্য আছে দারুণ সব পুরস্কার।

সোশ্যাল কনটেস্ট ও স্টোর গিভঅ্যাওয়ে—এই দুই ভাগে অনুষ্ঠিত হবে ফেস্টিভ্যালটি। সোশ্যাল কনটেস্টের থাকছে দুটি ধাপ। প্রথম ধাপে অংশগ্রহণকারীদের ক্যাম্পেইনের সোশ্যাল পোস্টে একটি ‘লাভ’ সাইনসহ নিজেদের ছবি কমেন্ট করতে হবে। দ্বিতীয় ধাপে #InfinixLoveFest হ্যাশট্যাগ দিয়ে ক্যাম্পেইন পোস্টটি শেয়ার কর🥂তে হবে। ইনফিনিক্সের অফিশিয়াল ফেসবুক পেজে এই পোস্টটি পাওয়া ♍যাবে।

ক্যাম্পেইনের আওতায় আরও থাকছে স্টোর গিভঅ্যাওয়ে। হট ১২ ও নোট ১২ সিরিজের স্মার্টফোඣন কিনে ক্রেতারা পাবেন প্রিয়জনের জন্য নিশ্চিত উপহার।

লাভ ফেস্টের সোশ্যাল কনটেস্ট ক্যাম্পেইনের বিজয়ীরা পাবেন লাইফস্টাইল গিফট ভাউচার, অ্যামিউজমেন্ট পার্ক ভ্রমণের জন্য কাপল টিকেট এবং কাপল ডিনারের সুযোগ। স্𒁏টোর গিভঅ্যাওয়ের ক্ষেত্রে প্🎃রতিটি হট ১২ ও নোট ১২ ফোন কিনলে ক্রেতারা পাবেন টি-শার্ট ও ব্লুটুথ নেকব্যান্ড।

ক্যাম্পেইনের ব্যাপারে বিস্তারিত জানতে চোখ রাখ๊ুন ইনফিনিক্সের অফিশিয়াল ফেসবুক পেজে : //www.facebook.com/InfinixBangladesh

সম্প্রতি বাজারে আসা আল্ট্রা স্পিড ফোন নোট ১২ প্রোতে আছে হেলিও জি৯৯ প্রসেসর, ২৫৬জিবি রম+১৩জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‌্যাম, ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ট্রিপল ক্যামেরা এবং ৬.৭" এফএইচডি+ ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে। সুপার-স্টোরেজ গেমিং ফোন হট ১২-এ আছে হেলিও জি৮৫ প্রসেসর, ১২৮জিবি রম + ১১জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‌্যাম এবং চমৎকার ডিসপ্লে।     &nbཧsp;    

জনসংযোগ বিভাগের আরো খবর

Link copied!