• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঘুমন্ত বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০৬:০২ পিএম
ঘুমন্ত বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা
প্রতীকী ছবি

দক্ষিণ আফ্রিকায় ঘুমন্ত বাংলাদেশি এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় হত্যাকারী আফ্রিকান কর্মচারী নিহতের বাসা ও﷽ দোকানে থাকা টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বাংꦏলাদেশ সময় রাত ১০টার দিকে আফ্রিকার প্রিটোরিয়ার হামাস্ক্রাল শহরে এ ঘ𒈔টনা ঘটে।

 নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম লালু এ খবর নিশ্চিত করেছেন♏।

জানা যায়, নিহত যুবকের নাম মোহাম্মদ হাসান (৩৩)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নে💟র ৭ নম্বর ওয়ার্ডের মধ্য জিরতলী গ্রামে ম꧃ৃত আমিন উল্যা দরবেশের ছেলে।

এর আগে সাত বছর আগে আফ্রিকায় কৃষ্ণাঙ্♕গ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন হাস🐓ানের বড় ভাই টিপু।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১৬ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান মোহাম্মদ হাসান। আফ্রিকায় তার ছোট ভাই হেলালও থাকেন। আফ্রিকায় যাওয়ার পর ভাইদের সহযোগিতায় প্রিটোরিয়ার হামাস্ক🔯্রাল শহরে ব্যবসা শুরু করেন ত♏িনি। নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করার জন্য আফ্রিকান এক যুবককে কর্মচারী হিসেবে কাজ দেন হাসান। দীর্ঘদিন পর বাড়ি আসবেন, তাই টাকা ও মূল্যবান মালামাল নিজের বাসায় রাখেন হাসান। শুক্রবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাসায় গিয়ে খাওয়ার পর আফ্রিকান ওই কর্মচারীসহ ঘুমিয়ে পড়েন হাসান। পরে রাতের কোনো একসময় আফ্রিকান ওই কর্মচারী ঘুমের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হাসানের ওপর হামলা চালিয়ে টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায়।”

এ সময় হাসানের চিৎকারে পাশের লোকজ🌼ন এসে তাকে উদ্ধ📖ার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ খবর নোয়াখালীর বেগমগঞ্জের বাড়ি পৌঁছলে ꩲবাড়িতে শোকের মাতম শুরু হয়।

Link copied!