• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টোকিওতে বাংলাদেশিদের উদ্যোগে বড়দিন উদযাপন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০১:২৩ পিএম
টোকিওতে বাংলাদেশিদের উদ্যোগে বড়দিন উদযাপন

জাপানে𝐆 ꦦবসবাসকারী বাংলাদেশিরা বেশ জাঁকজমকপূর্ণ পরিবেশে যিশু খ্রিষ্টের জন্মোৎসব, বড়দিন উদযাপন করেছেন।

জাপানে প্রথম অনলাইন বাংলা নিউজ পোর্টাল বিবেকবার্তা-র ব্যানারে সম্পাদক পি. আর. প্ল্যাসিড বড়দিন উদযাপনের উদ্যোগ নি🃏লে দল-মত নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোকের অংশগ্রহণে বড়দিনের অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন খোকন কুমার নন্দী ও আদিতা হালিমা হক।

বড়দিনের পুরো অনুষ্ঠানটಌি তিনটি পর্বে ভাগ করা হয়। শুরুতে ছিল বক্তব্য। এতে বক্তব্য রাখেন বিবেকবার্তার পৃষ্ঠপোষক ডা. আবদুল্লাহ আল মাসুদ খান টুটুল, মাদল সাংস্কৃতিক দলের প্রধান ও খুলনা সোসাইটি জাপানের সাধারণ সম্পাদক তফসির আহমেদ তুহিন, বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার বড়ুয়া, তাপস বড়ুয়া, মো. আবদুল হালিম, ইয়ামাগুচি চন্দন, রেজাউল করিম রেজা, মনি এমদাদ, মো. জসিম উদ্দিন, রীনা নিশিওকা, ইভান রোজারিও, রাজীব মোহাম্মদ ইউনুস, সুরভী ফারজানা আক্তার, পপি ঘোষ, মাসুম জাকির প্রমুখ।

অনুষ্ঠা🍃নের দ্ব﷽িতীয় পর্বে ছিল আনুষ্ঠানিকভাবে কেক কাটা। পাশাপাশি অনুষ্ঠানকে দেশীয় আমেজ দিতে পাটিসাপটা পিঠা বিতরণ করা হয়। অতিথি আপ্যায়নে ছিলেন সুবর্ণা মিত্র নন্দী ও সুরভী ফারজানা আক্তার।

সবশেষে ছিল মাদল-এর সঙ্গীত পরিবেশন। এতে যন্ত🐬্রে সহযোগিতা করেন আহমেদ সাইমন এবং তার সহযোগীরা। এছাড়া নিজে বাদ্য বাজিয়ে সঙ্গীত পরিবেশন করে শিশুশিল্পী তনুতা🥃 ঘোষ।

গত ২৫ ডিসেম্বর ২০২২, রোববার ছিল খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্টের জন্মোৎসব বা বড়দিনꩲ। সারা পৃথিবীর খ্রিষ্টধর্মে বিশ্বাসীরা দিবসটি অনেক গুরুত্বের সাথে জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপন করে। 

Link copied!