রাজ꧟ধানীর মতিঝিলে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসিসি) ভবনের ১২ তলায় এবি ব্যাংকের ♏স্টোরে আগুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর🅷 ১টা ৫১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে 📖আটটি ইউনিট পাঠায়।
সবশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আছে জানিয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, দুপুꦺরে বিসিআইসিসি ভবনের ১২ তলায় এবি ব্যাংকের স্টোরে অগ্নিকাণ্ডের খবরে ম🃏োট আটটি ইউনিট পাঠানো হয়। প্রায় ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষ𒀰য়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো খবর জানাতে পারেননি রোজ��িনা ইসলাম।