• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


একনেক বৈঠকে ৮ প্রকল্প অনুমোদন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০২:৩৭ পিএম
একনেক বৈঠকে ৮ প্রকল্প অনুমোদন

জাতীয়ꦗ অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৭ হাজার ৫৮৯ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রক🗹ল্প অনুমোদন পেয়েছে। 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিক♕ল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলনকক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্💞সের মাধ্যমে এনইসি সম্মেলনকক্ষে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে প্র♍কল্প ন﷽িয়ে ব্রিফ করেন।

মন্ত্রী বলেন, অনুমোদন দেওয়া প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৫ হাজার ৯ ক🎀োটি ৭২ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ২ হাজার ৫৮০ কোটি ꦇটাকা ব্যয় করা হবে। 

একনেকে যে প্রকল্পগুলো অনুমোদন করা হয়েছে সেগুলো হলো—

১. পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মা🉐ণ

২. হিলি, বুড়িমারী ও বাংলাবান্ধা এলসি স্টেশ𝕴নের ভৌত অবকাঠামো নির্মাণ

৩. বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে পꦑিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে, জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ (২য় পর্যায়) (১ম সংশোধিত)

৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর র𒐪হমান নভো🦩থিয়েটার, রংপুর স্থাপন প্রকল্প

৫. এক্সিলেরেটিং অ্যা🍷ন্ড স্ট্রেংথেনিং স্কিলস্ ফর ইকꦅোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট)

৬. আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, মাদার🦹ীপুরের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল,꧑ ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প

৭. সিরাজগঞ্জ জেলায় যমুনা নদী হতে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থꦜনৈতিক অঞ্চল রক্ষা (১ম সংশোধিত)

৮. সাতক্ষীরা জেলার পোল্ডার নং ১৫ পুনর্বাসন

Link copied!