• ঢাকা
  • শুক্রবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ২২ ভাদ্র ১৪৩১, ১ রবিউল আউয়াল ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যে কারণে যানজট কম ছিল আজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩, ০৭:৪৩ পিএম
যে কারণে যানজট কম ছিল আজ

পবিত্র মাহে রমজান ও মহান স্বাধীনতা দিবসের টানা তিন দিনের ছুটির কবলে দেশবাসী। এতেই রাজধানীর রাস্তায় মানু🌠ষের চলাচল একেবারেই কম। এদিꦬন সকালে থেকে কেউ রাজপথে আড্ডা দিচ্ছেন আবার কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বেড়িয়েছেন। যানবাহনের বাড়তি চাপ নেই কোথাও। বলতে গেলে এ যেন ঈদের ছুটির ন্যায় বাড়তি আমেজ।

রোববার (২৬ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ি-সায়েদাবাদ, গুলিস্তান, নিউ মার্কেট, সদরঘা♛ট, মিরপুর, গাবতলী, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামটর, শাহবাগ এলাকা সরꦍেজমিন পরিদর্শন করে দেখা গেছে, কোনো ঝামেলা ছাড়াই রাস্তায় যাতায়াত করতে পারছেন পথচারীরা। কোনো ধরনের বেগ পেতে হচ্ছে না যাতায়াত করতে। সহজেই পাওয়া যাচ্ছে বাসের সিট।

রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান ও কারওয়ান বাজার এলাকায় দেখℱা গেছে, রাস্তায় চলাচল করতে ট্র্যাফিক সিগন্যালে পড়তে হচ্ছ🍰ে না।

মিরপুরের পল্লবী থেকে শিকড় পরিবহনে সায়েদাবাদ যাবেন শহিদুল ইসলাম নামের এক যাত্রী। তিনি বলেন, “প্রতিনিয়ত এ পথে যাতায়াত করি। মিরপুর থেকে সায়েদাবাদ যেতে দুই থেকে আড়াই ঘণ্টা 🦂সময় লাগে। আজ এক ঘণ্টায় আসলাম চলে আসলাম।”

শিকড় পরিবহনের ড্রাইভার ফজলু মিয়া বলেন, “একে তো রমজানের সঙ্গে সাপ্তাহিক ছুটির𝕴 সঙ্গে যুক্ত হয়েছে স্বাধীনতা দিবসের ছুটি। সব মিলিয়ে টানা ছুটি থাকার কারণে চাকরিজীবীরা অনেকেই গ্রামে𒁏র বাড়ি গেছেন। এ কারণে রাস্তায় অন্যান্য ছুটির দিনের চেয়ে রাস্তা বেশি ফাঁকা।”

মৎস্য ভবন ট্র্যাফিকের দায়িত্ব পালন করছেন পুল⛄িশ কর্মকর্তা আফজাল হোসেন। তিনি বলেন, “অন্যান্য দিনে যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয়। আজ সেই চাপ নেই। সব দিক থেকেই খুব কম পরিমꦅাণ বাস, রিকশা, প্রাইভেট কার, মোটরসাইকেল আসছে। ফলে আমরা অনেকটা আরামে দায়িত্ব পালন করছি।”

মৎস্য🌞 ভবনের মতো প্রায় সময় যানজট লেগে🅷 থাকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে। তবে এ মোড়েও পরিবহনের কোনো চাপ দেখা যায়নি। প্রায় ফাঁকা রাস্তায় কোনো ধরনের সিগন্যাল ছাড়াই গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিকশা, সিএনজি অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

Link copied!